ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আজ ৩ ইসরাইলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৪ বার

গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে তৃতীয় দফায় ৩ ইসরাইলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরাইলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, হামাস বৃহস্পতিবার তিনজন ইসরাইলি ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দেবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুইজন নারী ও একজন ৮০ বছর বয়সি বৃদ্ধ রয়েছেন।

ইসরাইলি নারীরা হলেন ২৯ বছর বয়সি আরবেল ইয়াহুদ এবং ২০ বছর বয়সি আগাম বার্গার, আর মুক্তিপ্রাপ্ত বৃদ্ধের নাম গাদি মোজেস। তবে মুক্তি পাওয়া থাই নাগরিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর বিনিময়ে ইসরাইল ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

তবে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের সম্পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।  ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে ইসরাইল প্রিজন সার্ভিস সেটা আরো পরে ঘোষণা করবে। এই বন্দিরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকবেন নাকি অন্য কোনো দেশে নির্বাসিত হবেন, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

৭ অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ প্রায় ২৫০ ইসরাইলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দিকে মুক্তি দেয়।  ইসরাইল জানিয়েছে, এখনো আটজন থাই নাগরিক বন্দি রয়েছেন।

এই মুক্তির মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে শুরু হওয়া এই যুদ্ধবিরতি গাজায় ১৫ মাস ধরে চলা সংঘাতকে সাময়িকভাবে থামিয়েছে।

হামাস পর্যায়ক্রমে বন্দিদের মুক্তি দিচ্ছে, এর বিনিময়ে ইসরাইল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিচ্ছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে আটক হওয়া ব্যক্তিদের পাশাপাশি অনেক ফিলিস্তিনি নেতাও রয়েছেন। তাদের অনেকে অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে আটক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজ ৩ ইসরাইলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস

আপডেট টাইম : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে তৃতীয় দফায় ৩ ইসরাইলি ও ৫ থাই নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরাইলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, হামাস বৃহস্পতিবার তিনজন ইসরাইলি ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দেবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুইজন নারী ও একজন ৮০ বছর বয়সি বৃদ্ধ রয়েছেন।

ইসরাইলি নারীরা হলেন ২৯ বছর বয়সি আরবেল ইয়াহুদ এবং ২০ বছর বয়সি আগাম বার্গার, আর মুক্তিপ্রাপ্ত বৃদ্ধের নাম গাদি মোজেস। তবে মুক্তি পাওয়া থাই নাগরিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর বিনিময়ে ইসরাইল ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

তবে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের সম্পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।  ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে ইসরাইল প্রিজন সার্ভিস সেটা আরো পরে ঘোষণা করবে। এই বন্দিরা ফিলিস্তিনি ভূখণ্ডে থাকবেন নাকি অন্য কোনো দেশে নির্বাসিত হবেন, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

৭ অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ প্রায় ২৫০ ইসরাইলি নাগরিক ও সেনাসদস্য অপহৃত হন। ২০২৩ সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস ২৩ জন থাই বন্দিকে মুক্তি দেয়।  ইসরাইল জানিয়েছে, এখনো আটজন থাই নাগরিক বন্দি রয়েছেন।

এই মুক্তির মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে শুরু হওয়া এই যুদ্ধবিরতি গাজায় ১৫ মাস ধরে চলা সংঘাতকে সাময়িকভাবে থামিয়েছে।

হামাস পর্যায়ক্রমে বন্দিদের মুক্তি দিচ্ছে, এর বিনিময়ে ইসরাইল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিচ্ছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে আটক হওয়া ব্যক্তিদের পাশাপাশি অনেক ফিলিস্তিনি নেতাও রয়েছেন। তাদের অনেকে অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে আটক ছিলেন।