বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছিলেন রাজপথেও। ছাত্র-জনতার জয়ের পর চুপ ছিলেন না এই অভিনেত্রী। কথা বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেশে নৈরাজ্য ও দুষ্কৃতকারীদের প্রতিহত করতে সবাই সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
চমক মনে করেন, যদি ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের (শেখ হাসিনা) পতন না ঘটত তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো।
এদিকে, আজ শনিবার এক ফেসবুক পোস্টে সবাইকে নিয়ে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন চমক। অভিনেত্রীর কথায়, ‘আমরা চাই এই দেশটাতে মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। গুটি কয়েক সুবিধাবাদী অসাধু লোক এখনো দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে! দেশ আর দেশকে ভালোবাসা মানুষগুলোর আবেগ নিয়ে খেলে যাচ্ছে। ক্ষমতার নেশায় কিছু মানুষ সমস্ত বিবেক জ্ঞান হারিয়েছে। আমরা সাধারণ জনগণ ক্ষমতা, টাকা-পয়সা কিছুই চাই না। চাই দেশটা ভালো থাকুক, মানুষগুলো ভালো থাকুক।’
চমক আরও লিখেছেন, ‘সবাই নিজ অবস্থান থেকে আরেকটু সহনশীল হন, আরেকটু দয়াশীল হন। আমি জানি, কিছু মানুষ ক্ষমার অযোগ্য। তবুও আইন নিজ হাতে তুলে নেওয়া কখনই দেশের জন্য ভালো উদাহরণ হতে পারে না। উপরওয়ালা আছেন, নিশ্চয়ই তিনি সঠিক সময়ে সঠিক বিচারই করবেন। সবাই মিলে দেশটাকে নতুন ভাবে গড়ি। আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হই।’