হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনের আগে যদি অন্য কোনো নিবার্চনের ষড়যন্ত্র করা হয় তাহলে বিএনপি তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকট ফজলুর রহমান।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচারসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি আল্লাহর কাছে বলেছি হে আল্লাহ শেখ হাসিনার পতনের আগে আমাকে মৃত্যু দিও না। ২৪ ঘণ্টা আগে বলছি গত ৪ আগস্ট দুপুর ২টার সময় শেখ হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গিয়েছে। আমি বলছি আগামীকাল চলে যাবে ২৪ ঘণ্টার মধ্যে। ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টা মানুষ খেলেছে, আমরা খেলেছি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি অন্য কোনো নিবার্চন করার ষড়যন্ত্র করা হয় তাহলে বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। জাতীয় নির্বাচনের দাবিতে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে এবং আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি কিছুতেই জাতীয় নির্বাচনকে বিলম্বিত হতে দেবে না।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জামায়াত ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। এই দলটি বেইমান ও মোনাফেকদের দল। অতীতে বিএনপির কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ফজলুর রহমান বলেন, বাংলাদেশ নামটি অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। বিএনপি স্বাধীনতার ঘোষক ও সেক্টর কমান্ডারের দল। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে বিএনপির সঙ্গে তাদের কোনো ঐক্য হতে পারে না। জামায়াত নতুন করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, প্রতিবেশী ভারতের গোলামী আর নয়। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাম্য ও মর্যাদার ভিত্তিতে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ফজলুর রহমান বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য দেশের সর্বনাশ করবেন না। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ নির্ধারণ করবে, তারা বাড়ির পাহারাদার কাকে নিয়োগ দেবে।
বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রমুখ।