ধান উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এছাড়া বক্তব্য দেন মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ.এইচ. মামুন, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল বাতেন।
পরে আনুষ্ঠানিকভাবে মাঠে কৃষকদের উপস্থিতিতে সমলয় পদ্ধতিতে ধান রোপণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে ধান চাষে সময় ও শ্রম সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে।
কৃষক মো. আরমান আলী বলেন, “বছরের পর বছর ধরে ধান চাষ করছি, কিন্তু এ পদ্ধতি আগে কখনো দেখিনি। এবার কৃষি বিভাগের উৎসাহ ও সহযোগিতায় সমলয় পদ্ধতিতে বোরো চাষ করছি। আশা করছি, ফলন ভালো হবে। ফলন ভালো হলে ভবিষ্যতে আরও কৃষক এই পদ্ধতিতে চাষে আগ্রহী হবেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “জনসংখ্যার ক্রমবর্ধমান খাদ্যচাহিদা মেটাতে ধান উৎপাদন বাড়ানো জরুরি। সমলয় চাষের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন ও উৎপাদন খরচ কমানো সম্ভব হবে। কৃষকরা এ পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠলে এটি ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।”