ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জনের পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে বহিরাগতদের মূল পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়ে জানান বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।

এ সময় বক্তব্য রাখেন কমিটিতে দায়িত্ব পাওয়া যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, সাকিব হোসেন, শাহাদাত হোসেন শিপন, আহির চৌধুরী, এইচএম আজাদ, যুগ্ম-সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কাজী আলমাস শান্ত, ইকরাম মাহমুদ ফাহাদ, মো. সুজন, নেওয়াজুল ইসলাম নয়ন, ইখতিয়ার আহমেদ ইনু, মো. আল-আমিন, রাকিবুল ইসলাম হৃদয়, আরমান হোসেন নোবেল, সদস্য মো. রাসেল, নওফেল আরাফ মৃদু, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আল-আমিন, মাহির জিসান সামিন, জাহাঙ্গীর রাজ দীপ্ত, রাকিবুল ইসলাম ও শাহেদ হোসেনসহ ২৮ জনের নাম দেওয়া হয়েছে।

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

উদাহরণ দিয়ে বক্তারা বলেন, যদি এ সরকার ব্যর্থ হয়, তাহলে আরমান নোয়াখালী চলে যাবে। আমাদের লক্ষ্মীপুরের ছাত্র-জনতার তখন কি হবে? যেহেতু আন্দোলনে তার অবদান রয়েছে, তিনিও কমিটিতে থাকবেন, তবে প্রধান দায়িত্বে কোনো বহিরাগতকে রাখা যাবে না।

মতিউর আরিফ বলেন, একটি নির্দিষ্ট দলের লোক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাংগঠনিক কর্মীদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত করেছে। সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ নির্দলীয়। এ কমিটি সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল। এ কমিটি হবে ছাত্রদের। কমিটিতে জেলার বাহিরের লোককে আহ্বায়ক ও অধিকাংশ একটি সংগঠনের হবে তা মেনে নেওয়া যায় না।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারী ও তাদের অভিযোগের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরবর্তীতে এনিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতেলক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জনের পদত্যাগ

আপডেট টাইম : ০৭:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে বহিরাগতদের মূল পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়ে জানান বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।

এ সময় বক্তব্য রাখেন কমিটিতে দায়িত্ব পাওয়া যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, সাকিব হোসেন, শাহাদাত হোসেন শিপন, আহির চৌধুরী, এইচএম আজাদ, যুগ্ম-সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কাজী আলমাস শান্ত, ইকরাম মাহমুদ ফাহাদ, মো. সুজন, নেওয়াজুল ইসলাম নয়ন, ইখতিয়ার আহমেদ ইনু, মো. আল-আমিন, রাকিবুল ইসলাম হৃদয়, আরমান হোসেন নোবেল, সদস্য মো. রাসেল, নওফেল আরাফ মৃদু, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আল-আমিন, মাহির জিসান সামিন, জাহাঙ্গীর রাজ দীপ্ত, রাকিবুল ইসলাম ও শাহেদ হোসেনসহ ২৮ জনের নাম দেওয়া হয়েছে।

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

উদাহরণ দিয়ে বক্তারা বলেন, যদি এ সরকার ব্যর্থ হয়, তাহলে আরমান নোয়াখালী চলে যাবে। আমাদের লক্ষ্মীপুরের ছাত্র-জনতার তখন কি হবে? যেহেতু আন্দোলনে তার অবদান রয়েছে, তিনিও কমিটিতে থাকবেন, তবে প্রধান দায়িত্বে কোনো বহিরাগতকে রাখা যাবে না।

মতিউর আরিফ বলেন, একটি নির্দিষ্ট দলের লোক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাংগঠনিক কর্মীদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত করেছে। সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ নির্দলীয়। এ কমিটি সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল। এ কমিটি হবে ছাত্রদের। কমিটিতে জেলার বাহিরের লোককে আহ্বায়ক ও অধিকাংশ একটি সংগঠনের হবে তা মেনে নেওয়া যায় না।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারী ও তাদের অভিযোগের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরবর্তীতে এনিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতেলক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।