জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক ছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ গ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ছাত্রের নাম হাবিব রিয়াদ। তিনি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুর খবরে সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিয়াদের এক বন্ধু বলেন, ‘রিয়াদ সব সময় একা চলত। ক্লাসেও নীরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেক দিন ধরেই সে সবার থেকে দূরে ছিল।’
রিয়াদের সহপাঠীরা জানান, রিয়াদের আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকায় বিষয়টি মানসিক চাপেরে কারণে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।
সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য বলেন, ‘আমি গতকাল রাতে শুনেছি, সে মারা গেছে। এরপর কয়েকবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। রিয়াদ বিভাগ থেকে তিনবার পুনঃভর্তি হয়ে ঝরে পড়েছে।’