মাত্র ৬ রানের মধ্যে উইকেট হারালেও ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। এরপরই হঠাৎ ব্যাটিং ধস। ১৩৭ রানের মধ্যেই শেষ হয় ৭ উইকেট। দেড় শ রানের মধ্যে যখন দল অলআউট হওয়ার শঙ্কায়, তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে যান মূলত বোলার তানজিম হাসান সাকিব। নয় নম্বরে নেমে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। তাতে পাকিস্তান ‘এ’ দল শাহিনসের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ৬৮ বল বাকি থাকতে ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শাহিনসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হয়ে যান বিপিএলে রানের বন্যা বসানো তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সৌম্য সরকার দারুণ ব্যাটিং করেন। তবে নাজমুল হোসেন সেট হয়েও যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৫০ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। দলের সঙ্গে আর ১৩ রান যোগ হতে ফেরেন সৌম্যও। ৩৮ বলে ৪টি চারে ৩৫ রান করেন তিনি।
তবে ৬৩ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। এই দুজন মিলে দলকে নিয়ে যান ১১৯ রান পর্যন্ত। এরপরই শুরু হয় ধস। ৩৩ বলে ২০ রান করেন হৃদয়। ৫৩ বলে ৪৪ রান করা মিরাজও টিকতে পারেননি। মুশফিকুর রহিম ও জাকের আলীরা দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি।
মূলত আট, নয় ও দশ নম্বরে নামা ব্যাটারদের দৃঢ়তায় দুই শ পার করে বাংলাদেশ। আটে নেমে রিশাদ ১৫ বলে ১৪, নয়ে নামা সাকিব ২৭ বলে ৩০ ও দশে নামা নাসুম আহমেদ ১৬ বলে করেন ১৫ রান। তাতে তাতে ২০২ রানে থামে বাংলাদেশ।