ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে প্রেম করছেন টাইগার উডস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪ বার

কিংবদন্তি গলফার টাইগার উডস নতুন প্রেমে জমেছেন। তিনি এবার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে ডেট করছেন। সম্প্রতি নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’

সম্প্রতি গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তার মেয়ে কাই ট্রাম্পকে সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে। উডস সেখানে গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এমনকি এই টুর্নামেন্টের আয়োজকও ছিলেন উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নিজের ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণা দিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটা ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাদের।

ছবির পুরো ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যাঁরা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাদের।’

এদিকে নতুন সম্পর্কে জড়ানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ভেনেসা। ২০০৫ সালে বিয়ে হওয়ার পর ২০১৮ সালে বিচ্ছেদ হয় দুজনের। ট্রাম্প জুনিয়র–ভেনেসা দম্পতির ঘরে পাঁচটি সন্তানও আছে।

অন্যদিকে ৪৯ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই গলফার এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। ২০০৪ সালে বিয়ে করেছিলেন এলিন নর্ডেগ্রেনকে। কিন্তু একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ও কেলেঙ্কারির জেরে তাদের ছাড়াছাড়ি ২০১০ সালে।

পরে ২০১৩ সালে লিনডসে ভনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান উডস। যদিও এই সম্পর্ক ২ বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৫ সালেই আলাদা হয়ে যান দুজন। পবর্তীতে এরিকা হারমানের সঙ্গের আবার সর্ম্পকে যান উডস। আর এই জুটির ছাড়াছাড়ি হয় ২০২২ সালে। আর এবার নতুন করে আবারও সম্পর্কে যাওয়ার ঘোষণা দিলেন উডস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে প্রেম করছেন টাইগার উডস

আপডেট টাইম : ১১:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

কিংবদন্তি গলফার টাইগার উডস নতুন প্রেমে জমেছেন। তিনি এবার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে ডেট করছেন। সম্প্রতি নতুন সঙ্গীর সঙ্গে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন উডস। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম।’

সম্প্রতি গলফ কিংবদন্তির নতুন সঙ্গী ভেনেসা ও তার মেয়ে কাই ট্রাম্পকে সান ডিয়েগোর টোরি পাইনসে দেখা দেখা গেছে। উডস সেখানে গিয়েছিলেন জেনেসিস ইনভাইটেশনাল বিজয়ীকে ট্রফি তুলে দিতে। এমনকি এই টুর্নামেন্টের আয়োজকও ছিলেন উডস। ভেনেসার মেয়ে কাই বর্তমানে উডসের দুই সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে বেঞ্জামিন স্কুলে ক্লাস করতে যায়। কাই এবং চার্লি এ সপ্তাহে একটি জুনিয়র গলফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নিজের ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন প্রেমের ঘোষণা দিতে গিয়ে দুটি ছবি পোস্ট করেন উডস। একটা ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় উডস এবং ভেনেসাকে। আর অন্যটিতে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখা যায় তাদের।

ছবির পুরো ক্যাপশনে উডস লিখেছেন, ‘বাতাসে বহিছে প্রেম এবং আমার পাশে তোমার থাকা জীবনটাকে আরেকটু ভালো করে তুলবে। আমরা একসঙ্গে নিজেদের জীবনকে এগিয়ে নিতে চাই। এই সময়ে যাঁরা আমাদের হৃদয়ের নিকটবর্তী, আমাদের গোপনীয়তা রক্ষার কথা বলব তাদের।’

এদিকে নতুন সম্পর্কে জড়ানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ভেনেসা। ২০০৫ সালে বিয়ে হওয়ার পর ২০১৮ সালে বিচ্ছেদ হয় দুজনের। ট্রাম্প জুনিয়র–ভেনেসা দম্পতির ঘরে পাঁচটি সন্তানও আছে।

অন্যদিকে ৪৯ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই গলফার এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। ২০০৪ সালে বিয়ে করেছিলেন এলিন নর্ডেগ্রেনকে। কিন্তু একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ও কেলেঙ্কারির জেরে তাদের ছাড়াছাড়ি ২০১০ সালে।

পরে ২০১৩ সালে লিনডসে ভনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান উডস। যদিও এই সম্পর্ক ২ বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৫ সালেই আলাদা হয়ে যান দুজন। পবর্তীতে এরিকা হারমানের সঙ্গের আবার সর্ম্পকে যান উডস। আর এই জুটির ছাড়াছাড়ি হয় ২০২২ সালে। আর এবার নতুন করে আবারও সম্পর্কে যাওয়ার ঘোষণা দিলেন উডস।