মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সাই-রন। গতকাল রবিবার দেশটির রাজধানী সিউলের তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পান এক বন্ধু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার বন্ধু। পুলিশ এসে মরদেহ হাসপাতালে পাঠায়।
পুলিশের ধারণা স্বাভাবিক মৃত্যু হয়েছে রনের। কোনো খুন বা আত্মহত্যার সংশ্লিষ্টতা নেই। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।
দক্ষিণ কোরিয়ায় অন্যতম সম্ভাবনমায় অভিনেত্রী কিম শিশু বয়স থেকেই অভিনয় শুরু করেন। ২০০০ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী অ্যা ব্র্যান্ড নিউ লাইফ এবং অ্যা গার্ল অ্যাট মাই ডোর সিনেমার জন্য খ্যাতি পান। এ ছাড়া মিরর অব দ্যা উইচ টিভি শোতেও দেখা গেছে তাকে।