চীনে খুঁজে পাওয়া গেছে গায়নুরা প্রোকম্বেন্স (Gynura Procumbens) নামের একটি গাছ। যার ওষুধি গুণ এরইমধ্যে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গাছটির পাতা ডায়াবেটিস ও ব্লাড প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আমেরিকা, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া, থাইল্যান্ড পেরিয়ে বাংলাদেশেও এসেছে গাছটি। বাণিজ্যিকভাবে গাছটি বাংলাদেশে আমদানি ও বিক্রিতে কাজ করছে অনুভব ফাউন্ডেশন।
গাছের পরিচিতি
গাছটির প্রথমে পাওয়া যায় চীনে। এরইমধ্যে গাছটি ‘ওয়ান্ডার হার্ব’ নামে পরিচিতি লাভ করেছে।
উপকারিতা
গাছটির ২ টি পাতা প্রতিদিন সকালে খালি পেটে সেবন করলে সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। কিডনি ও লিভার ভালো রাখার পাশাপাশি এটি রোধ ব্লাড প্রেশারও প্রতিরোধ করবে। এই গাছের রস ও পাতার গুঁড়া চায়ের মতো সেবনে ডায়াবেটিস ও প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে।
ব্যবহারবিধি
যাদের ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল আছে, প্রতিদিন সকালে তাদের খালি পেটে ২টি পাতা ও রাতে শোবার আগে ২টি পাতার রস সেবন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন নার্সারিতে এখন গাছটি ডায়াবেটিস গাছ নামে বিক্রি করা হচ্ছে।