ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ফুল উৎসবে প্রায় আড়াই কোটি টাকার টিকিট বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১০ বার

চট্টগ্রামে সীতাকুণ্ডের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে ২৫ দিনে আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এসময়ে ফুল উৎসবে দর্শনার্থী এসেছেন ৪ লাখ ৮০ হাজার।

গত ৪ জানুয়ারি ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়। ৫ ফেব্রুয়ারি উৎসব শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুল উৎসবে প্রবেশমূল্য নেওয়া হচ্ছে প্রতিজন ৫০ টাকা। পার্কের ভেতরে ৪২টি দোকান ও তিনটি বিনোদনকেন্দ্র রয়েছে। ভাসমান ফুল প্রদর্শনী দেখতে দিতে হয় ৩০ টাকা। এসব খাত থেকেও আয় হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিসি পার্কে ১২ হাজার দর্শনার্থীর কাছে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৬ লাখ টাকা। পার্কে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্যান্ডের পরিবেশনাসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন।

সরেজমিনে দেখা যায়, ১৩০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে দূরদূরান্ত থেকে পরিবার নিয়ে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বোটে চড়ছেন। শিশুদের জন্য রয়েছে নানান রাইড। ফুল উৎসবে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা চট্টগ্রাম জেলা প্রশাসনের।

ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক ও চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, মঙ্গলবার পর্যন্ত টিকিট বিক্রি করে ২ কোটি ৪০ লাখ টাকা আয় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চট্টগ্রামে ফুল উৎসবে প্রায় আড়াই কোটি টাকার টিকিট বিক্রি

আপডেট টাইম : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে সীতাকুণ্ডের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে ২৫ দিনে আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এসময়ে ফুল উৎসবে দর্শনার্থী এসেছেন ৪ লাখ ৮০ হাজার।

গত ৪ জানুয়ারি ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়। ৫ ফেব্রুয়ারি উৎসব শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুল উৎসবে প্রবেশমূল্য নেওয়া হচ্ছে প্রতিজন ৫০ টাকা। পার্কের ভেতরে ৪২টি দোকান ও তিনটি বিনোদনকেন্দ্র রয়েছে। ভাসমান ফুল প্রদর্শনী দেখতে দিতে হয় ৩০ টাকা। এসব খাত থেকেও আয় হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিসি পার্কে ১২ হাজার দর্শনার্থীর কাছে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৬ লাখ টাকা। পার্কে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্যান্ডের পরিবেশনাসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন।

সরেজমিনে দেখা যায়, ১৩০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে দূরদূরান্ত থেকে পরিবার নিয়ে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বোটে চড়ছেন। শিশুদের জন্য রয়েছে নানান রাইড। ফুল উৎসবে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা চট্টগ্রাম জেলা প্রশাসনের।

ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক ও চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, মঙ্গলবার পর্যন্ত টিকিট বিক্রি করে ২ কোটি ৪০ লাখ টাকা আয় হয়েছে।