কর্মীদের সুশৃঙ্খল থাকতে আফরোজার নির্দেশ

নতুন কমিটি হওয়ার পর সংগঠনের প্রথম যৌথসভায় নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলন সংগ্রামের গাইড লাইন দিলেন মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস।

নেতাকর্মীদের উদ্দেশে আফরোজা আব্বাস বলেন, ‘বিগত কমিটিতে থাকার সময় নিজেদের মধ্যে যেভাবে মারামারি ও ঝগড়া করেছেন, সেটা থেকে আপনারা বিরত থাকবেন।’

শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত মহিলা দলের প্রথম যৌথসভায় তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘দলের পরবর্তী আন্দোলন ও সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, ‘মহিলা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। অতীতে সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, এখনো থাকবে। রাজপথে থেকে আমরা এ সরকারের পতন ঘটাবো। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’

নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করা যাবে না। পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর