নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে প্রেসক্লাবের উদ্যোগে শ্রেষ্ঠ উদ্যোক্তা ইয়াছিন মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। ইয়াছিন মিয়া তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস, মুরগীর বাচ্চা উৎপাদন, হাঁস ও হাঁসের বাচ্চা লালন পালন, রোগ প্রতিরোধ ও দমন ব্যবস্থার উপর বাংলাদেশের লক্ষ বেকার যুবক-যুবতীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে জাতীয় পর্যায়ে অব্যাহত অবদান রাখায় এ সংবর্ধনা, সনদপত্র ও সম্মানা স্মারক দেয়া হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে প্রেক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সভাপতিত্বে, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রেজোয়ান ইফতেকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রোমমান আরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াছিন মিয়া, মদন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, শিক্ষক নেত্রী মোমেনা আক্তার সাকি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তাং ও সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ লিটন প্রমূখ।