ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজ ২০০ শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১০ বার

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের ২০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ শনিবার থেকে এ আর্থিক অনুদান দেওয়া শুরু হবে।

দক্ষিণ সিটি করপোরেশন অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আর্থিক অনুদান যারা নিতে আসবেন তাদের সঙ্গে আন্দোলনে শহীদ ব্যক্তির সম্পর্ক নিশ্চিতে কিছু ডকুমেন্ট সঙ্গে আনারও পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে স্নিগ্ধ লিখেছেন, আর্থিক সহায়তা দেওয়া হবে শুধুমাত্র যে সব পরিবারের সঙ্গে ১৬০০০ নম্বর থেকে যোযোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে তাদেরকে।

তাদের সঙ্গে নিয়ে আসতে হবে:

১. শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি, ২. ডেথ সার্টিফিকেট, ৩. নমিনি (যার নামে অ্যাকাউন্ট তার) এনআইডি কার্ড, ৪. অবশ্যই শহীদ ব্যক্তির বাবা ও মায়ের এনআইডি কার্ড।

শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সঙ্গে শহীদ ভাইয়ের বাবা ও মাকে সঙ্গে আনতে হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এদিকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন।’

সারজিস আরও জানান, বেসরকারিভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী আহতদের তালিকায় রয়েছেন ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে লুৎফুজ্জামান বাবর’র মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজ ২০০ শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে

আপডেট টাইম : ১০:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের ২০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ শনিবার থেকে এ আর্থিক অনুদান দেওয়া শুরু হবে।

দক্ষিণ সিটি করপোরেশন অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আর্থিক অনুদান যারা নিতে আসবেন তাদের সঙ্গে আন্দোলনে শহীদ ব্যক্তির সম্পর্ক নিশ্চিতে কিছু ডকুমেন্ট সঙ্গে আনারও পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে স্নিগ্ধ লিখেছেন, আর্থিক সহায়তা দেওয়া হবে শুধুমাত্র যে সব পরিবারের সঙ্গে ১৬০০০ নম্বর থেকে যোযোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে তাদেরকে।

তাদের সঙ্গে নিয়ে আসতে হবে:

১. শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি, ২. ডেথ সার্টিফিকেট, ৩. নমিনি (যার নামে অ্যাকাউন্ট তার) এনআইডি কার্ড, ৪. অবশ্যই শহীদ ব্যক্তির বাবা ও মায়ের এনআইডি কার্ড।

শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সঙ্গে শহীদ ভাইয়ের বাবা ও মাকে সঙ্গে আনতে হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এদিকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন।’

সারজিস আরও জানান, বেসরকারিভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী আহতদের তালিকায় রয়েছেন ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।