ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর দেশে ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৫ কোটি ডলার ইটনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ প্রবাসে প্রেমিক ও লালমাইয়ে নববধূর আত্মহত্যা, চিরকুটে একই কবরে দাফনের অনুরোধ খুনের চার মাস পর নারীর মরদেহ উদ্ধার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি : রিজওয়ানা হাসান সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ পেট্রাপোল বন্দর পরিদর্শনে অমিত শাহ, বেনাপোলে ভোগান্তি অভিনয়ে সাফল্য পাননি তবুও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী!

মমতাজের নামে আরো এক মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭ বার
জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের নামে মামলা করা হয়েছে। যদিও তিনি এখন পলাতক রয়েছেন। কয়েক দিন আগে অবশ্য অজ্ঞাতপরিচয় স্থান থেকে একটি গানের ভিডিও প্রকাশ করেন তিনি। এবার হত্যার অভিযোগে তার নামে মামলা করা হয়েছে।

 তিনি বিগত নির্বাচনের আগে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।জানা গেছে, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া (৬০) বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি করেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় এক যুগ আগে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে করা গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুন বাজার এলাকায় মিছিল বের করেন ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীরা। হরতালের সমর্থনে শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হলে চরম ইসলামবিদ্বেষী ও বিগত সরকারদলীয় নেতাকর্মীদের ছোড়া গুলিতে বাদীর ছেলে নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন নিহত হন। গুলিতে নিহত অন্য তিনজন হলেন গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম।

এর আগে একই ঘটনায় গত ৯ অক্টোবর মমতাজ, ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন গোবিন্দল গ্রামের মো. সহিদুল ইসলাম।

পরে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, দুটি মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

মমতাজের নামে আরো এক মামলা

আপডেট টাইম : ১১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের নামে মামলা করা হয়েছে। যদিও তিনি এখন পলাতক রয়েছেন। কয়েক দিন আগে অবশ্য অজ্ঞাতপরিচয় স্থান থেকে একটি গানের ভিডিও প্রকাশ করেন তিনি। এবার হত্যার অভিযোগে তার নামে মামলা করা হয়েছে।

 তিনি বিগত নির্বাচনের আগে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।জানা গেছে, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া (৬০) বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি করেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় এক যুগ আগে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে করা গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের গোবিন্দল নতুন বাজার এলাকায় মিছিল বের করেন ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীরা। হরতালের সমর্থনে শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হলে চরম ইসলামবিদ্বেষী ও বিগত সরকারদলীয় নেতাকর্মীদের ছোড়া গুলিতে বাদীর ছেলে নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন নিহত হন। গুলিতে নিহত অন্য তিনজন হলেন গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও শাহ আলম।

এর আগে একই ঘটনায় গত ৯ অক্টোবর মমতাজ, ৩৭ পুলিশ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন গোবিন্দল গ্রামের মো. সহিদুল ইসলাম।

পরে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, দুটি মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।