হাওর বার্তা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ড. ওসমান ফারুক।
সংবাদ সম্মেলনে ওসমান ফারুক বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত আওয়ামী সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বশূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল।
বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের ওপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথাও বলেন তিনি।
এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ড. এম ওসমান ফারুক। জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদনের সময় ওসমান ফারুকের দুই চোখে পানি টলটলে ভেসে উঠলো। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদারসহ দলের সহস্রাধিক নেতা-কর্মী।
উল্লেখ্য, আট বছর পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে দেশে পৌঁছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।