ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল গফরগাঁওয়ে, ট্রেন চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৪৭ বার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রেলপথের যাত্রীদের মধ‍্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত।

তিনি বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল ১৭ অক্টোবরেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আউটার এলাকায় পৌঁছতেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটিকে ব্যাক করে রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। পরে ময়মনসিংহ জাংশন থেকে বিকল্প ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে প্রায়ই ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতের ঘটনা ঘটার অভিযোগ করেছেন একাধিক যাত্রী। তারা বলেন, প্রায়ই এ ধরনের ঘটনায় রেল যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন।

পপি আক্তার নামের এক যাত্রী বলেন, এই রুটে বার বার কেন ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে তার সঠিক কারণ অনুসন্ধান করা এবং পুরাতন ইঞ্জিনগুলো বাতিল করে নতুন ইঞ্জিনে ব্যবস্থা করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল গফরগাঁওয়ে, ট্রেন চলাচল বন্ধ

আপডেট টাইম : ০২:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রেলপথের যাত্রীদের মধ‍্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত।

তিনি বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল ১৭ অক্টোবরেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আউটার এলাকায় পৌঁছতেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটিকে ব্যাক করে রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। পরে ময়মনসিংহ জাংশন থেকে বিকল্প ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে প্রায়ই ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতের ঘটনা ঘটার অভিযোগ করেছেন একাধিক যাত্রী। তারা বলেন, প্রায়ই এ ধরনের ঘটনায় রেল যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন।

পপি আক্তার নামের এক যাত্রী বলেন, এই রুটে বার বার কেন ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে তার সঠিক কারণ অনুসন্ধান করা এবং পুরাতন ইঞ্জিনগুলো বাতিল করে নতুন ইঞ্জিনে ব্যবস্থা করা হোক।