ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডের বাংলাদেশকে ভয় কোহলীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
  • ৩৫৯ বার
ফতুল্লা টেস্টের আগের দিন হোটেল সোনারগাঁয়ে ট্রফিতে হাত দিয়ে মুশফিকুরের সঙ্গে ফটোসেশন করেছেন কোহলী। ড্র’য়ে নিষ্পত্তি হওয়া ফতুল্লা টেস্ট শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও সেই একই দৃশ্যের অবতারণা! এবং ট্রফিতে দু’জনের হাত দেয়ার সঙ্গে দু’অধিনায়কের হাসিখুশি চেহরাও ক্যামেরায় হয়েছে বন্দি! বাংলাদেশের সঙ্গে ড্র করে টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ নেমে তিন থেকে চার এ ভারত। ভারত মিডিয়া মানতে পারছে না তা। তবে টেস্টে ভারতের নতুন অধিনায়ক এক্ষুণি র‌্যাংকিং নিয়ে ভাবার পক্ষে ননÑ ‘আমরা উপরে উঠতে চাই, তা জানি। তবে এই ম্যাচে প্রকৃত অর্থে ক্রিকেট খেলা হয়েছে ২ দিন। সে কারণে আমরা আমাদের মান বিচার করতে পারছি না। তাছাড়া র‌্যাংকিংয়ে ওঠা-নামা করবেই। কেউ ভাল খেলে উপরে উঠে যাবে, তার অর্থ এই নয় যে আমরা বাজে খেলছি। বিশ্ব সেরা দল হিসেবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেভাবেই পারছি। আমরা সঠিক পথেই আছি। তাই র‌্যাংকিং নিয়ে আমি ভাবছি না।’এর আগেও মে-জুনে বাংলাদেশ সফরে ধাক্কা খেয়েছে ভারত। ২০০৭ সালে মে’র শেষ সপ্তাহে অনুষ্ঠিত চট্টগ্রাম টেস্ট এর ফল নির্ধারণ করেছে বৃষ্টি, এবারো বৃষ্টি বিঘিœত টেস্ট ড্র’য়ে নিষ্পত্তি হয়েছে। এর দায়টা কিন্তু বিসিবিকে চাপানোর সুযোগ নেই বিসিসিআই’র। কারণ, এফটিপি (ফিউচার ট্যুর প্রজেক্ট) এখন আইসিসি’র হাতে নেই, তা দ্বিপাক্ষিক চুক্তির উপর করছে নির্ভর এবং দ্বি-পাক্ষিক শ্লট পেতে বিসিসিআই’র সিদ্ধান্তই যথেষ্ট। ভারত মিডিয়ার এ ধরনের প্রশ্নে বিসিসিআই’র সূচী নির্ধারণ নিয়ে কোন মন্তব্য করার পক্ষে নন কোহলীÑ ‘এ ব্যাপারটি তাদেরকেই (বিসিসিআই) বলতে পারেন। বৃষ্টি হবে কি হবে না, তা ভেবে তো খেলার সূচী করা যায় না।’ওয়ানডেতে রিজার্ভ ডে’র বিকল্প আছে। ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে বরাদ্দ রাখা হয়েছে। টেস্টেও কি রিজার্ভ ডে প্রবর্তন করা যায় না? ভারত মিডিয়ার এ প্রশ্নে এমন আইডিয়া মনো:পুত হয়েছে বিরাট কোহলীর- ‘এ প্রশ্ন নিয়ে বিতর্ক থাকতে পারে। এটা হতে পারে। এই যেমন চতুর্থ দিনে একটি দল ম্যাচ বাঁচানোর জন্য ধুঁকছে, অথচ পরবর্তী দিন বৃষ্টিতে ম্যাচটি ড্র’ হলো। যে দলটির জয় প্রাপ্য, তারা জয় পেলো না। তাই এই বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। আসলেই এটা দারুণ এক পরামর্শ। আর একটি দিন যোগ করতে পারলে ম্যাচের অন্য পরিস্থিতি তৈরি হতে পারে।’টেস্টে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ, ফতুল্লা টেস্টকে সামনে রেখে তা ভাবায়নি ভারতকে। যতোটা না ভারতকে ভাবাচ্ছে ওয়ানডে সিরিজ নিয়ে। জানেন, টেস্টে বাংলাদেশ সম্পর্কে ভারত অধিনায়কের মূল্যায়ন শুনতে যেয়ে ওয়ানডের বাংলাদেশকে নিয়ে তার ভয়ের কথাই জানল মিডিয়াÑ ‘সত্যি বলতে কি, তাদের স্পিনাররা বেশ ভাল। উপমহাদেশে তাদের বিপক্ষে খেলা মানেই যে কোন দলের জন্য কঠিন হয়ে পড়া। তারা যতো টেস্ট ম্যাচ খেলবে, ততোই আত্মবিশ্বাস বাড়বে তাদের। তবে তারা যেভাবে ওয়ানডে ক্রিকেটে উঠে আসছে, তাতে টেস্টে তাদের সেভাবে না পারার কোন কারণ দেখতে পাচ্ছি না। আমি তাদের জন্য সে কামনাই করছি। ওয়ানডেতে তারা খুব ধারাবাহিক একটি দল। তারা ওয়ানডেতে এমন একটি দল, যারা প্রতিনিয়ত বিস্ময়ের জন্ম দিচ্ছে। তাদের সঙ্গে সংক্ষিপ্ত ভার্সনে খেলা মানেই চ্যালেঞ্জে পড়া যে কোন দল অঘটনের শিকার হতে পারে। তাই তাদেরকে অন্য সব প্রতিপক্ষকের মতোই সমান কাতারে রাখতে হচ্ছে। ওয়ানডে ফরমেটে তারা ভয়ংকর দল, তারা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, তাতে আমাদের জন্য কঠিন একটি সিরিজ অপেক্ষা করছে।’ভারত অধিনায়কের এমন মন্তব্যে বাংলাদেশ দলের উদ্বুদ্ধ হওয়াই স্বাভাবিক। মুশফিকুর রহিমও ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে থাকায় বিকল্প পরিকল্পনাও মাথায় রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মুশফিকুরÑ ‘ওয়ানডে ফরমেটে আমরা ধারাবাহিক দল তো অবশ্যই। আমাদের হোম কন্ডিশনে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। দেশের বাইরে বিশ্বকাপে খুব ভালো খেলেছি। আমাদের ব্যাটসম্যান-বোলাররা দারুণ ফর্মে আছে। তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে আমার মনে হয়, ভারত যতোই শক্তিশালী হোক, তাদেরকে হারিয়ে দেয়া সম্ভব। এশিয়া কাপে তাদের বিপক্ষে ২৯৩ রান চেজ করে জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে। বাকিটা তো আবহাওয়ার উপর। যদি কার্টেল ওভার হয়, সেই মানসিক প্রস্তুত থাকতে হবে। ২০ ওভার বা আরও কম ওভার যদি খেলা হয় বা রিজার্ভ যে যদি খেলা হয়, আমাদরে গেম প্লান সেভাবেই থাকবে। আশা করছি কঠিন একটা ওয়ানডে সিরিজ হবে।’ভারতের বিপক্ষে ওয়ানডের তিনটি জয় দিচ্ছে প্রেরণা। বিশ্বকাপে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশকে ছিটকে ফেলার নিকট অতীত বদলা নিতে প্রতিজ্ঞ করছে বাংলাদেশ দলকে। ভারতকে এক ম্যাচ হারাতে পারলেই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকছে, এই সমীকরণও যে মেলানোর পরীক্ষায় জিততে চায় বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওয়ানডের বাংলাদেশকে ভয় কোহলীর

আপডেট টাইম : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
ফতুল্লা টেস্টের আগের দিন হোটেল সোনারগাঁয়ে ট্রফিতে হাত দিয়ে মুশফিকুরের সঙ্গে ফটোসেশন করেছেন কোহলী। ড্র’য়ে নিষ্পত্তি হওয়া ফতুল্লা টেস্ট শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও সেই একই দৃশ্যের অবতারণা! এবং ট্রফিতে দু’জনের হাত দেয়ার সঙ্গে দু’অধিনায়কের হাসিখুশি চেহরাও ক্যামেরায় হয়েছে বন্দি! বাংলাদেশের সঙ্গে ড্র করে টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ নেমে তিন থেকে চার এ ভারত। ভারত মিডিয়া মানতে পারছে না তা। তবে টেস্টে ভারতের নতুন অধিনায়ক এক্ষুণি র‌্যাংকিং নিয়ে ভাবার পক্ষে ননÑ ‘আমরা উপরে উঠতে চাই, তা জানি। তবে এই ম্যাচে প্রকৃত অর্থে ক্রিকেট খেলা হয়েছে ২ দিন। সে কারণে আমরা আমাদের মান বিচার করতে পারছি না। তাছাড়া র‌্যাংকিংয়ে ওঠা-নামা করবেই। কেউ ভাল খেলে উপরে উঠে যাবে, তার অর্থ এই নয় যে আমরা বাজে খেলছি। বিশ্ব সেরা দল হিসেবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেভাবেই পারছি। আমরা সঠিক পথেই আছি। তাই র‌্যাংকিং নিয়ে আমি ভাবছি না।’এর আগেও মে-জুনে বাংলাদেশ সফরে ধাক্কা খেয়েছে ভারত। ২০০৭ সালে মে’র শেষ সপ্তাহে অনুষ্ঠিত চট্টগ্রাম টেস্ট এর ফল নির্ধারণ করেছে বৃষ্টি, এবারো বৃষ্টি বিঘিœত টেস্ট ড্র’য়ে নিষ্পত্তি হয়েছে। এর দায়টা কিন্তু বিসিবিকে চাপানোর সুযোগ নেই বিসিসিআই’র। কারণ, এফটিপি (ফিউচার ট্যুর প্রজেক্ট) এখন আইসিসি’র হাতে নেই, তা দ্বিপাক্ষিক চুক্তির উপর করছে নির্ভর এবং দ্বি-পাক্ষিক শ্লট পেতে বিসিসিআই’র সিদ্ধান্তই যথেষ্ট। ভারত মিডিয়ার এ ধরনের প্রশ্নে বিসিসিআই’র সূচী নির্ধারণ নিয়ে কোন মন্তব্য করার পক্ষে নন কোহলীÑ ‘এ ব্যাপারটি তাদেরকেই (বিসিসিআই) বলতে পারেন। বৃষ্টি হবে কি হবে না, তা ভেবে তো খেলার সূচী করা যায় না।’ওয়ানডেতে রিজার্ভ ডে’র বিকল্প আছে। ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে বরাদ্দ রাখা হয়েছে। টেস্টেও কি রিজার্ভ ডে প্রবর্তন করা যায় না? ভারত মিডিয়ার এ প্রশ্নে এমন আইডিয়া মনো:পুত হয়েছে বিরাট কোহলীর- ‘এ প্রশ্ন নিয়ে বিতর্ক থাকতে পারে। এটা হতে পারে। এই যেমন চতুর্থ দিনে একটি দল ম্যাচ বাঁচানোর জন্য ধুঁকছে, অথচ পরবর্তী দিন বৃষ্টিতে ম্যাচটি ড্র’ হলো। যে দলটির জয় প্রাপ্য, তারা জয় পেলো না। তাই এই বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। আসলেই এটা দারুণ এক পরামর্শ। আর একটি দিন যোগ করতে পারলে ম্যাচের অন্য পরিস্থিতি তৈরি হতে পারে।’টেস্টে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ, ফতুল্লা টেস্টকে সামনে রেখে তা ভাবায়নি ভারতকে। যতোটা না ভারতকে ভাবাচ্ছে ওয়ানডে সিরিজ নিয়ে। জানেন, টেস্টে বাংলাদেশ সম্পর্কে ভারত অধিনায়কের মূল্যায়ন শুনতে যেয়ে ওয়ানডের বাংলাদেশকে নিয়ে তার ভয়ের কথাই জানল মিডিয়াÑ ‘সত্যি বলতে কি, তাদের স্পিনাররা বেশ ভাল। উপমহাদেশে তাদের বিপক্ষে খেলা মানেই যে কোন দলের জন্য কঠিন হয়ে পড়া। তারা যতো টেস্ট ম্যাচ খেলবে, ততোই আত্মবিশ্বাস বাড়বে তাদের। তবে তারা যেভাবে ওয়ানডে ক্রিকেটে উঠে আসছে, তাতে টেস্টে তাদের সেভাবে না পারার কোন কারণ দেখতে পাচ্ছি না। আমি তাদের জন্য সে কামনাই করছি। ওয়ানডেতে তারা খুব ধারাবাহিক একটি দল। তারা ওয়ানডেতে এমন একটি দল, যারা প্রতিনিয়ত বিস্ময়ের জন্ম দিচ্ছে। তাদের সঙ্গে সংক্ষিপ্ত ভার্সনে খেলা মানেই চ্যালেঞ্জে পড়া যে কোন দল অঘটনের শিকার হতে পারে। তাই তাদেরকে অন্য সব প্রতিপক্ষকের মতোই সমান কাতারে রাখতে হচ্ছে। ওয়ানডে ফরমেটে তারা ভয়ংকর দল, তারা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, তাতে আমাদের জন্য কঠিন একটি সিরিজ অপেক্ষা করছে।’ভারত অধিনায়কের এমন মন্তব্যে বাংলাদেশ দলের উদ্বুদ্ধ হওয়াই স্বাভাবিক। মুশফিকুর রহিমও ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে থাকায় বিকল্প পরিকল্পনাও মাথায় রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মুশফিকুরÑ ‘ওয়ানডে ফরমেটে আমরা ধারাবাহিক দল তো অবশ্যই। আমাদের হোম কন্ডিশনে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। দেশের বাইরে বিশ্বকাপে খুব ভালো খেলেছি। আমাদের ব্যাটসম্যান-বোলাররা দারুণ ফর্মে আছে। তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে আমার মনে হয়, ভারত যতোই শক্তিশালী হোক, তাদেরকে হারিয়ে দেয়া সম্ভব। এশিয়া কাপে তাদের বিপক্ষে ২৯৩ রান চেজ করে জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস আছে। বাকিটা তো আবহাওয়ার উপর। যদি কার্টেল ওভার হয়, সেই মানসিক প্রস্তুত থাকতে হবে। ২০ ওভার বা আরও কম ওভার যদি খেলা হয় বা রিজার্ভ যে যদি খেলা হয়, আমাদরে গেম প্লান সেভাবেই থাকবে। আশা করছি কঠিন একটা ওয়ানডে সিরিজ হবে।’ভারতের বিপক্ষে ওয়ানডের তিনটি জয় দিচ্ছে প্রেরণা। বিশ্বকাপে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশকে ছিটকে ফেলার নিকট অতীত বদলা নিতে প্রতিজ্ঞ করছে বাংলাদেশ দলকে। ভারতকে এক ম্যাচ হারাতে পারলেই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকছে, এই সমীকরণও যে মেলানোর পরীক্ষায় জিততে চায় বাংলাদেশ।