ডুবে যাচ্ছিল ডোঙা, কচুরিপানার স্তূপে প্রাণ বাঁচল শিশুর
-
Reporter Name
-
আপডেট টাইম :
০৬:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
-
২৪
বার
মাগুরার শালিখা উপজেলায় মাছ ধরতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কনক বিশ্বাস (৪০), একই গ্রামের কমলেশ বিশ্বাস (৩৫)। তারা এক অপরের প্রতিবেশী। এদের মধ্যে কনকের মরদেহ বুধবার রাতে উদ্ধার করা হয়।
কমলেশের মরদেহ আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।ধনেশ্বরগাতী গ্রামের বাসিন্দা বিকাশ বিশ্বাসসহ অন্যরা জানায়, কমলেশের সঙ্গে তার সাত বছরের শিশুপুত্র ডোঙায় ছিল। ডোঙাটি যখন ডুবে যাচ্ছিল তখন কমলেশ তার শিশুপুত্রকে বিলের একটি কচুরিপানার স্তূপের ওপর ছুড়ে ফেলায় সে বেঁচে যায়। এ সময় বিলে মাছ ধরতে যাওয়া লোকজন শিশুটিকে উদ্ধার করে।
তারা জানান, সন্ধ্যায় স্থানীয় একটি বিলে ডোঙায় (তালগাছ/টিন দিয়ে তৈরি ছোট নৌযান) চড়ে মাছ ধরতে যান কমলেশ ও তার ৭ বছরের শিশুপুত্র দীপায়ন বিশ্বাস। অন্য একটি ডোঙায় ছিলেন কনক বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত। এক পর্যায়ে তাদের ডোঙা দুটি বিলের পানিতে ডুবে গেলে তারা নিখোঁজ হন।
পরে গভীর রাতে স্থানীয়রা কনকের মরদেহ উদ্ধার করে। সকালে উদ্ধার হয় কমলেশের মরদেহ।মাগুরার দমকল বাহিনীর উপপরিচালক আলী সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃষ্টির মধ্যে আমরা খবর পাই থৈপাড়া বিলে মাছ ধরতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন। রাতে আমাদের দমকল বাহিনীর সদস্যরা যাওয়ার আগেই কনক নামের এক ব্যক্তির মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা সকালে কমলেশ বিশ্বাসের মরদেহ উদ্ধার করি।
Tag :