ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন পালন করা হয়।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম ঠাকুর তপন, সেক্রেটারি গিয়াস উদ্দিন, কামাল পাশা, হাফিজ উদ্দিন, আক্তার হোসেন, হাসিনা বেগম, অলি উল্লাহ, ইবনুর খান ডালি, হোসনে আরা বেবী, আনোয়ারা আক্তার, জাহাঙ্গীর আলম, ডেইজি আক্তার, নেকলেস আক্তার, সোহেল খান প্রমুখ।