অনেক প্রথমে নাম আছে সাকিব আল হাসানের। এবার আরেকটি প্রথমে নিজের নাম তুললেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার এখন তিনি।
৭০৭ উইকেট নিয়ে এখন শীর্ষে সাকিব।
রেকর্ডটি গড়ার পথে পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভিট্টোরিকে। নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনারের উইকেট সংখ্যা ৭০৫ টি। ক্যারিয়ারে সাবেক কিউই স্পিনার ম্যাচ খেলেছেন ৪৪২টি। অন্যদিকে এখন পর্যন্ত ৪৪৪ ম্যাচ খেলে অপরাজিত আছেন সাকিব।
তার নামের পাশের উইকেটের সংখ্যাটা আর বাড়বে সেটা না বললেও চলে।ভিট্টোরির কীর্তি স্পর্শ করতে ২ উইকেটের প্রয়োজন ছিল সাকিবের। রাওয়ালপিন্ডি টেস্টে এমন সমীকরণে খেলতে নেমে প্রথম ইনিংসে এক উইকেট নিয়ে ব্যবধানটা আরো কমিয়ে নিয়ে আসেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। আর দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে আউট করে বিশ্বের দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পরে আরো ২ উইকেট নিয়ে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন সাকিব।৭০০ উইকেট তো দূরের কথা তাদের বাইরে আর কোনো বাঁহাতি স্পিনার ৬০০ উইকেট নিতে পারেননি। তিনে থাকা ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার উইকেট সংখ্যা ৫৬৮টি। অন্যদিকে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা আরেক কিংবদন্তি রঙ্গনা হেরাথ আছেন চারে। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনারের আন্তর্জাতিক উইকেট ৫২৫টি।
বাঁহাতি স্পিনারদের মধ্যে শীর্ষে হলেও স্পিন-পেস মিলিয়ে সাকিব তিনে। শীর্ষ দুইয়ে আছেন সাবেক দুই পেসার ওয়াসিম আকরাম ও চামিন্দা ভাস। ৭৬১ উইকেট নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ভাস। অন্যদিকে এক মাত্র বাঁহাতি বোলার হিসেবে ৯০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে তালিকার শীর্ষে থাকা পাকিস্তানি পেসার আকরামের উইকেট ৯১৬টি।