জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকছেন না। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। প্রধানমন্ত্রী হিসেবে শেষ হবে তার তিন বছরের শাসনকাল। ফলে খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। খবর রয়টার্স
বুধবার জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে আর নির্বাচনে দাঁড়াবেন না কিশিদা। বিভিন্ন কারণে তার প্রতি সমর্থন কমেছে ব্যাপকভাবে।
তারপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আগমন। আগামী নিম্নকক্ষের নির্বাচন নিয়ে এলডিপির মধ্যেই উদ্বেগ রয়েছে।
২০২১ সালের অক্টোবরে কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। তিনি হতে যাচ্ছেন জাপানের যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘ আট প্রধানমন্ত্রীর একজন।