রাশিয়ার ভূখণ্ডে লড়াই চালিয়ে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে যুদ্ধ শুরু পর এটি রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ।
এ অবস্থায় কিয়েভকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এরইমধ্যে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে ষষ্ঠ দিনের মতো ইউক্রেনীয় সেনাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
এর আগে রোববার রাতে প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে অনুপ্রবেশ করে লড়াই চালানোর কথা স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন তিনি। পরে তিনি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে ২০০০টি আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে।
গেল মঙ্গলবার হঠাৎ রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। এতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অংশ অরক্ষিত হয়ে পড়ে।
এই এলাকাটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ কিমি এবং ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হাজার হাজার সৈন্য এই অভিযানে নিয়োজিত রয়েছেন। রাশিয়ান সীমান্ত রক্ষীদের প্রাথমিকভাবে যে ছোট অনুপ্রবেশের কথা বলা হয়েছিল এই সংখ্যা তার চেয়েও অনেক বেশি।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ২ জন নিহত হয়েছে।
এএইচ