রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় লিপি আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাবিবা (৩) নামে এক শিশু আহত হয়েছে।শনিবার (৮ জুন) রাত ৮টার দিকে বিবিরবাগিচা চার নম্বর গেটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা বিল্লাল বলেন, রাতে বিবিরবাগিচা চার নম্বর গেটে মেয়ে শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন তারা। দেখতে পেয়ে তাদের দুজনকে ওই প্রাইভেটকারে করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।