বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকেরা মালয়েশিয়াকে হারিয়েছে ৭৩-২২ পয়েন্টে।
বাংলাদেশের কাবাডিয়ানদের দাপটে প্রথমার্ধেই মিজান-জিয়ারা এগিয়ে যায় ৩৭-৪ পয়েন্টে। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে বড় জয় তুলে নেন, লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হন বাংলাদেশের আল-আমিন।
দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৩৯-৪৬ ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে হেরেছে মালয়েশিয়া। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারায় বাংলাদেশ।
আগামী বুধবার (২৯ মে) গ্রুপ পর্বে পরের ম্যাচ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে লাল-সবুজেরা।
এদিকে মালয়েশিয়াকে হারিয়ে নেপাল ম্যাচে দৃষ্টি কোচ আবদুল জলিলের। তার ভাষ্য, ‘নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নেপাল খুবই শক্তিশালী দল। আমরা ওদের হারিয়েই সেমিফাইনাল খেলতে চাই।’
ম্যাচসেরা আল আমিনের মন্তব্য, ‘আমরা মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলাম, আত্মবিশ্বাস অর্জনের জন্য এমন জয় খুবই গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটা আমরা জিততে চাই।’