ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আসছি দ্বিতীয় ফোক গান নিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১৩ বার
হ্যাঁ, অনেক শো। ২২ মে সিলেটে ছিলাম, ২৩ মে কক্সবাজার, ২৪ মে ঢাকায়। দুদিন পর আবার যাব কক্সবাজার। অনেক সময় ক্লান্ত হয়ে যাই।

তার পরও আয়োজকদের আবদার রাখতে শোগুলো করতেই হয়। তা ছাড়া স্টেজ শোতে দর্শক-শ্রোতাদের সরাসরি রিঅ্যাক্টও খুব উপভোগ করি।

‘ঢাকাতে জ্যাম’ এর পর বুধবার এলো নতুন গান ‘মন পাগল’। কেমন সাড়া পাচ্ছেন?

প্রথম গানটি একটু মাস্তি ঘরানার।

পরের গান ‘মন পাগল’ রোমান্টিক, রেহান রসুল ভাইয়ের সঙ্গে দ্বৈত গান। আরটিভি মিউজিক প্রকাশ করেছে, এই গানটাও দারুণ সাড়া পাচ্ছে। দুটিই শ্রোতারা পছন্দ করেছেন।

ঈদেও তো নতুন গান প্রকাশিত হবে…

হ্যাঁ, দুটি গান এখন পর্যন্ত চূড়ান্ত।

একটি আমি আর রুবেল খন্দকারের ডুয়েট। আমার ইউটিউব চ্যানেল থেকে আসবে। আরেকটি আমার একক, আসবে মেইনস্ট্রিম রেকর্ডস থেকে। রুবেলের সঙ্গে যেটি গেয়েছি সেটি ফোক ঘরানার। এর আগে মাত্র একটি ফোক গান করেছিলাম।
দ্বিতীয়বার এ ধরনের গান নিয়ে আসছি। আশা করছি শ্রোতারা গ্রহণ করবেন।

আপনার ইউটিউব চ্যানেলের গানগুলোর ভিডিও চিত্র হয় ব্যয়বহুল। পরিকল্পনাও করেন আপনি। এবারও কি সেই ধারাবাহিকতা থাকবে?

অবশ্যই। এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছি। ফোক গান হওয়ায় একটু চ্যালেঞ্জ আছে। কস্টিউম ডিজাইন, সেট নির্মাণ, মডেল—সব মিলিয়ে মহাযজ্ঞ। আসলে এই সময়ে অডিও যত ভালোই হোক ভিডিও ভালো না হলে হিট করানো সম্ভব হয় না বললেই চলে। তাই আমি ভিডিওতে ছাড় দিতে রাজি নই।

দেশের বাইরে শো করতে যাচ্ছেন কবে?

ঈদের পরে। এখন শোগুলো হাতে নিচ্ছি। কয়েকটা চূড়ান্তও করেছি। বছরের শুরুতে জাপান গিয়েছিলাম, এরপর আর কোথাও যাইনি। আশা করছি জুলাই থেকে ইউরোপ-আমেরিকা ট্যুর শুরু করব।

প্লেব্যাক করছেন?

সামনের সপ্তাহে নতুন একটা ছবিতে গাইব। বড় বাজেটে নির্মিত ছবিটির নাম বলতে চাইছি না। জানেনই তো, একজন শিল্পীর গাওয়া গান অনেক সময় অন্য শিল্পী সম্পর্কের খাতিরে ছিনিয়ে নেন! ছবি মুক্তি পাওয়ার পরই জানাতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আসছি দ্বিতীয় ফোক গান নিয়ে

আপডেট টাইম : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
হ্যাঁ, অনেক শো। ২২ মে সিলেটে ছিলাম, ২৩ মে কক্সবাজার, ২৪ মে ঢাকায়। দুদিন পর আবার যাব কক্সবাজার। অনেক সময় ক্লান্ত হয়ে যাই।

তার পরও আয়োজকদের আবদার রাখতে শোগুলো করতেই হয়। তা ছাড়া স্টেজ শোতে দর্শক-শ্রোতাদের সরাসরি রিঅ্যাক্টও খুব উপভোগ করি।

‘ঢাকাতে জ্যাম’ এর পর বুধবার এলো নতুন গান ‘মন পাগল’। কেমন সাড়া পাচ্ছেন?

প্রথম গানটি একটু মাস্তি ঘরানার।

পরের গান ‘মন পাগল’ রোমান্টিক, রেহান রসুল ভাইয়ের সঙ্গে দ্বৈত গান। আরটিভি মিউজিক প্রকাশ করেছে, এই গানটাও দারুণ সাড়া পাচ্ছে। দুটিই শ্রোতারা পছন্দ করেছেন।

ঈদেও তো নতুন গান প্রকাশিত হবে…

হ্যাঁ, দুটি গান এখন পর্যন্ত চূড়ান্ত।

একটি আমি আর রুবেল খন্দকারের ডুয়েট। আমার ইউটিউব চ্যানেল থেকে আসবে। আরেকটি আমার একক, আসবে মেইনস্ট্রিম রেকর্ডস থেকে। রুবেলের সঙ্গে যেটি গেয়েছি সেটি ফোক ঘরানার। এর আগে মাত্র একটি ফোক গান করেছিলাম।
দ্বিতীয়বার এ ধরনের গান নিয়ে আসছি। আশা করছি শ্রোতারা গ্রহণ করবেন।

আপনার ইউটিউব চ্যানেলের গানগুলোর ভিডিও চিত্র হয় ব্যয়বহুল। পরিকল্পনাও করেন আপনি। এবারও কি সেই ধারাবাহিকতা থাকবে?

অবশ্যই। এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছি। ফোক গান হওয়ায় একটু চ্যালেঞ্জ আছে। কস্টিউম ডিজাইন, সেট নির্মাণ, মডেল—সব মিলিয়ে মহাযজ্ঞ। আসলে এই সময়ে অডিও যত ভালোই হোক ভিডিও ভালো না হলে হিট করানো সম্ভব হয় না বললেই চলে। তাই আমি ভিডিওতে ছাড় দিতে রাজি নই।

দেশের বাইরে শো করতে যাচ্ছেন কবে?

ঈদের পরে। এখন শোগুলো হাতে নিচ্ছি। কয়েকটা চূড়ান্তও করেছি। বছরের শুরুতে জাপান গিয়েছিলাম, এরপর আর কোথাও যাইনি। আশা করছি জুলাই থেকে ইউরোপ-আমেরিকা ট্যুর শুরু করব।

প্লেব্যাক করছেন?

সামনের সপ্তাহে নতুন একটা ছবিতে গাইব। বড় বাজেটে নির্মিত ছবিটির নাম বলতে চাইছি না। জানেনই তো, একজন শিল্পীর গাওয়া গান অনেক সময় অন্য শিল্পী সম্পর্কের খাতিরে ছিনিয়ে নেন! ছবি মুক্তি পাওয়ার পরই জানাতে চাই।