ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তা গনের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি বলেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিক ব্যবস্থাপনা করেছে। আপনারা যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারা শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। যদি কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার কাজী মহুয়া মমতাজ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, বাজিতপুর সার্কেল অফিসার সত্যজিৎ কুমার গোপ, ইটনা থানার ওসি তদন্ত শাহাব উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাহিদ হোসেন।