আইপিএলের নিয়ম ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে
-
Reporter Name
-
আপডেট টাইম :
০৬:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
-
৬০
বার
মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলক প্রচলনের পর আইপিএলে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নিয়ম চালু করে বিসিসিআই। গতবার এটা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও এবার এই নিয়মের প্রভাব ভালো মতোই দেখা গেছে। অতিরিক্ত একজন খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে স্কোর বোর্ডে রানের পাহাড় জমা করছে দলগুলো। প্রায় প্রতি ম্যাচের ছাড়াচ্ছে ২০০ রানের গণ্ডি।
তবে এই নিয়মই এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় নিয়মের সমালোচনা করেছেন ভারত জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ দুজনের সঙ্গে তাল মিলিয়েছেন দেশটির আরেক সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান। এই ওপেনার মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ম না থাকায় বড় প্রভাব পড়তে পারে।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন, ‘আমার মনে হয় এ বছর খেলাটাই বদলে গেছে। সে কারণে হরহামেশাই ২৫০ রান হচ্ছে। অবশ্যই (খেলোয়াড়দের) মানসিকতা বদলে গেছে। কিন্তু আপনি বিশ্বকাপে খেলতে যাবেন, সেখানে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম নেই।
এর প্রভাবটা চোখে পড়বে নিশ্চয়ই। এটা পার্থক্য গড়ে দেবে। এখন দেখার বিষয়, আমরা কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি।’
Tag :