ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কত টাকায় বিক্রি হলো জুনিয়র এনটিআরের সিনেমার হিন্দি স্বত্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ২৩ বার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘দেবারা’ শিরোনামে একটি সিনেমা।

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’। কিন্তু মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু দিন ধরে চলছে সিনেমাটির থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে দর কষাকষি। এবার মোটা অঙ্কের টাকায় বিক্রি হলো সিনেমাটির হিন্দি ভার্সনের স্বত্ব।

একটি সূত্র ডেকান ক্রনিকল-কে বলেন, ‘‘৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি ৮১ লাখ টাকার বেশি) মূল্যে ‘দেবারা’ সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে। এতে সিনেমাটির প্রযোজক ও হিন্দি ডিস্ট্রিবিউটররাও সম্মতি দিয়েছেন। সম্প্রতি যেসব তেলেগু নায়কের সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে, তারমধ্যে সর্বোচ্চ এটি।’’

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল, ৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে ‘দেবারা’ সিনেমার হিন্দি স্বত্ব। কিন্তু এটি সত্য নয় বলে দাবি করেছে সূত্রটি।

বলিউড লাইফ ডটকম জানায়, বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে ‘দেবারা’ সিনেমা। সিনেমাটির ভিএফএক্স-এর কাজে ব্যয় হবে ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৮ কোটি ২৭ লাখ টাকার বেশি)।

নিউজ১৮ জানায়, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা। যদিও এ বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা কিংবা প্রযোজক।

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কত টাকায় বিক্রি হলো জুনিয়র এনটিআরের সিনেমার হিন্দি স্বত্ব

আপডেট টাইম : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘দেবারা’ শিরোনামে একটি সিনেমা।

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’। কিন্তু মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু দিন ধরে চলছে সিনেমাটির থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে দর কষাকষি। এবার মোটা অঙ্কের টাকায় বিক্রি হলো সিনেমাটির হিন্দি ভার্সনের স্বত্ব।

একটি সূত্র ডেকান ক্রনিকল-কে বলেন, ‘‘৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি ৮১ লাখ টাকার বেশি) মূল্যে ‘দেবারা’ সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে। এতে সিনেমাটির প্রযোজক ও হিন্দি ডিস্ট্রিবিউটররাও সম্মতি দিয়েছেন। সম্প্রতি যেসব তেলেগু নায়কের সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে, তারমধ্যে সর্বোচ্চ এটি।’’

কিছু দিন আগে গুঞ্জন উঠেছিল, ৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে ‘দেবারা’ সিনেমার হিন্দি স্বত্ব। কিন্তু এটি সত্য নয় বলে দাবি করেছে সূত্রটি।

বলিউড লাইফ ডটকম জানায়, বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে ‘দেবারা’ সিনেমা। সিনেমাটির ভিএফএক্স-এর কাজে ব্যয় হবে ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯৮ কোটি ২৭ লাখ টাকার বেশি)।

নিউজ১৮ জানায়, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা। যদিও এ বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা কিংবা প্রযোজক।

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।