ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কোন ভুল দেখছেন না হাথুরুসিংহে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫
  • ৪৩৯ বার

ভারতের বিপক্ষে এক পেসার নিয়ে খেলার সিদ্ধান্তের মাঝে কোন ভুল দেখছে না দলের প্রধান কোচ হাথুরুসিংহে। গতকাল ফতুল্লা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা অনেক উন্নতি করেছি, সেটা আমরা সাফলের পর দেখতে পাব। কিছু সময় আমরা নির্দিষ্ট কিছু সময় সীমাবদ্ধতায় ছিলাম। এই কন্ডিশনেরণে এক পেসার নিয়ে খেলেছি। আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আমার মনে হয় তারা তাদের শক্তিমত্তা অনুসারে খেলছে এবং আমরাও আমাদের শক্তি অনুসারে। সুতরাং উভয় দল অন্তত একবার ব্যাটিং না করলে বোঝা যাবেনা উইকেটটা কেমন আচরণ করতে যাচ্ছে এবং কেমন পরিস্থিতি ঘটতে যাচ্ছে।’ ভারতের বিপক্ষে আগে থেকেই একটি পরিকল্পনা ছিল ড্র করার। সে  জন্য ফতুল্লার উইকেটও বানানো হয়েছিল ব্যাটসম্যানদের সুবিধা দেয়ার জন্য। গতকাল ফতুল্লা মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি। ভরতে অধিনায়ক অবশ্য আগেই বলেছিলেন এমন উইকেট ব্যাটিংয়ের বেশ ভাল। তবে দেখার বিষয় ছিল পেসার বেশি খাবেন নাকি স্পিনার। শেষ পর্যন্ত তিন পেসার নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু বাংলাদেশ দলে দেখা যায় উল্টা চিত্র। মাত্র এক পেসার আর চার স্পিনার নিয়ে মাঠে মুশফিক বাহিনী।
তবে দলের সেরা পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে মাত্র ২ টেস্ট ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন মো. শহীদকে দলে নেয়া হয়। রুবেল হোসেনকে না খেলানোর বিষয়ে হাথুরুসিংহে অবশ্য জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘রুবেলের বিষয়টি হচ্ছে তিনি সম্প্রতিই ইনজুরি কাটিয়ে এসেছেন এবং তিনি শতভাগ ফিট না। আরেকটি কারণ উইকেট। যদি রুবেল খেলতেন এবং তাকে অনেক বেশি বল করা লাগতো পুনরায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা তৈরি হতো। কারণ তিনি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাননি। উইকেটের বিবেচনায় যেটা আমাদের শক্তি অনুসারে সেরা মনে হয়েছে সেভাবেই স্কোয়াড গড়া হয়েছে। আমার মনে হয় আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, গল্পটা অন্যরকমও হতে পারতো। এমন নয় যে তিনি (রুবেল) ফিট না। তবে তিনি এই ধরনের উইকেটে বোলিং করার জন্য ফিট না। কারণ এ ধরনের উইকেটে বোলিং করে সফল হওয়ার জন্য অনেক বেশি দমের প্রয়োজন। যদি উইকেটটা ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতো, আমরা ভিন্ন পন্থা অবলম্বন করতাম।’
তবে এখনও হাথুরুসিংহে অন্যগল্পের অপেক্ষাতে আছেন। তার বদ্ধমূল ধারণা ভাল করার। তিনি বলেন, ‘আমরা অনেকভাবেই উন্নতি করেছি। কিন্তু আমরা উন্নতি করিনি বলেই যে একজন পেসার নিয়ে খেলছি বিষয়টা এমন নয়। বরং কন্ডিশনের কারণেই সেটা করা হয়েছে। স্পিনার বেশি নেয়ার কারণ আবারও উইকেটের পরিস্থিতি। বিভিন্ন ধরনের স্পিনার রাখার আরেকটি কারণ ভারতীয় দলের সাম্প্রতিক কয়েকটি সিরিজের নৈপুণ্য। খুব কম অফস্পিনার তাদের বিরুদ্ধে সফল হয়েছে। সেটাও আরেকটা কারণ। আমরা ভারতীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা নিয়ন্ত্রণে রাখতে পারি সেটা হচ্ছে নিজেদের সম্পদ নিয়ে খেলা ও ভাল করা।’
অন্যদিকে আবহাওয়া কোন বাধা হবে নাÑ বলেই তার ধারণা। তিনি বলেন, আবহাওয়াটা অনেক বড় নিয়ামক হতে পারে, আমরা যদি হেরে যাই সেক্ষেত্রে ফলাফলের জন্য অনেক চেষ্টা করতে হবে। এই মুহূর্তে অবশ্য উইকেট খেলার জন্য বেশ ভাল। আমরা এখনও জিততে চাই। আমি শুধু বলতে পারি আমরা এখনও জেতার জন্যই খেলছি। আমি বডি ল্যাঙ্গুয়েজে কোন ব্যতিক্রম দেখছি না। একমাত্র বিষয় হচ্ছে যে স্কোরবোর্ডে দেখা যাচ্ছে বিনা উইকেটে ২৩৯। কিন্তু ক্রিকেটে অনেককিছুই ঘটতে পারে। অন্তত একটি করে ইনিংস উভয় দল না খেলা পর্যন্ত আমরা আমরা ভুল করেছি না ঠিক, সে বিষয়ে কোন উপসংহারে আসতে পারি না।’
এছাড়াও আজ ফতুল্লা টেস্টে দ্বিতীয় দিনের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল (আজ) ঠিক জায়গায় বল করবো এবং উইকেট নেয়ার জন্য সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। আমি এখনও মনে করি আগামীকাল (আজ) ভাল বোলিং করতে পারলে যে অবস্থায় আছে আমরা ম্যাচ জিততে পারি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কোন ভুল দেখছেন না হাথুরুসিংহে

আপডেট টাইম : ০৪:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫

ভারতের বিপক্ষে এক পেসার নিয়ে খেলার সিদ্ধান্তের মাঝে কোন ভুল দেখছে না দলের প্রধান কোচ হাথুরুসিংহে। গতকাল ফতুল্লা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা অনেক উন্নতি করেছি, সেটা আমরা সাফলের পর দেখতে পাব। কিছু সময় আমরা নির্দিষ্ট কিছু সময় সীমাবদ্ধতায় ছিলাম। এই কন্ডিশনেরণে এক পেসার নিয়ে খেলেছি। আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আমার মনে হয় তারা তাদের শক্তিমত্তা অনুসারে খেলছে এবং আমরাও আমাদের শক্তি অনুসারে। সুতরাং উভয় দল অন্তত একবার ব্যাটিং না করলে বোঝা যাবেনা উইকেটটা কেমন আচরণ করতে যাচ্ছে এবং কেমন পরিস্থিতি ঘটতে যাচ্ছে।’ ভারতের বিপক্ষে আগে থেকেই একটি পরিকল্পনা ছিল ড্র করার। সে  জন্য ফতুল্লার উইকেটও বানানো হয়েছিল ব্যাটসম্যানদের সুবিধা দেয়ার জন্য। গতকাল ফতুল্লা মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি। ভরতে অধিনায়ক অবশ্য আগেই বলেছিলেন এমন উইকেট ব্যাটিংয়ের বেশ ভাল। তবে দেখার বিষয় ছিল পেসার বেশি খাবেন নাকি স্পিনার। শেষ পর্যন্ত তিন পেসার নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু বাংলাদেশ দলে দেখা যায় উল্টা চিত্র। মাত্র এক পেসার আর চার স্পিনার নিয়ে মাঠে মুশফিক বাহিনী।
তবে দলের সেরা পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে মাত্র ২ টেস্ট ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন মো. শহীদকে দলে নেয়া হয়। রুবেল হোসেনকে না খেলানোর বিষয়ে হাথুরুসিংহে অবশ্য জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘রুবেলের বিষয়টি হচ্ছে তিনি সম্প্রতিই ইনজুরি কাটিয়ে এসেছেন এবং তিনি শতভাগ ফিট না। আরেকটি কারণ উইকেট। যদি রুবেল খেলতেন এবং তাকে অনেক বেশি বল করা লাগতো পুনরায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা তৈরি হতো। কারণ তিনি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাননি। উইকেটের বিবেচনায় যেটা আমাদের শক্তি অনুসারে সেরা মনে হয়েছে সেভাবেই স্কোয়াড গড়া হয়েছে। আমার মনে হয় আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, গল্পটা অন্যরকমও হতে পারতো। এমন নয় যে তিনি (রুবেল) ফিট না। তবে তিনি এই ধরনের উইকেটে বোলিং করার জন্য ফিট না। কারণ এ ধরনের উইকেটে বোলিং করে সফল হওয়ার জন্য অনেক বেশি দমের প্রয়োজন। যদি উইকেটটা ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতো, আমরা ভিন্ন পন্থা অবলম্বন করতাম।’
তবে এখনও হাথুরুসিংহে অন্যগল্পের অপেক্ষাতে আছেন। তার বদ্ধমূল ধারণা ভাল করার। তিনি বলেন, ‘আমরা অনেকভাবেই উন্নতি করেছি। কিন্তু আমরা উন্নতি করিনি বলেই যে একজন পেসার নিয়ে খেলছি বিষয়টা এমন নয়। বরং কন্ডিশনের কারণেই সেটা করা হয়েছে। স্পিনার বেশি নেয়ার কারণ আবারও উইকেটের পরিস্থিতি। বিভিন্ন ধরনের স্পিনার রাখার আরেকটি কারণ ভারতীয় দলের সাম্প্রতিক কয়েকটি সিরিজের নৈপুণ্য। খুব কম অফস্পিনার তাদের বিরুদ্ধে সফল হয়েছে। সেটাও আরেকটা কারণ। আমরা ভারতীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা নিয়ন্ত্রণে রাখতে পারি সেটা হচ্ছে নিজেদের সম্পদ নিয়ে খেলা ও ভাল করা।’
অন্যদিকে আবহাওয়া কোন বাধা হবে নাÑ বলেই তার ধারণা। তিনি বলেন, আবহাওয়াটা অনেক বড় নিয়ামক হতে পারে, আমরা যদি হেরে যাই সেক্ষেত্রে ফলাফলের জন্য অনেক চেষ্টা করতে হবে। এই মুহূর্তে অবশ্য উইকেট খেলার জন্য বেশ ভাল। আমরা এখনও জিততে চাই। আমি শুধু বলতে পারি আমরা এখনও জেতার জন্যই খেলছি। আমি বডি ল্যাঙ্গুয়েজে কোন ব্যতিক্রম দেখছি না। একমাত্র বিষয় হচ্ছে যে স্কোরবোর্ডে দেখা যাচ্ছে বিনা উইকেটে ২৩৯। কিন্তু ক্রিকেটে অনেককিছুই ঘটতে পারে। অন্তত একটি করে ইনিংস উভয় দল না খেলা পর্যন্ত আমরা আমরা ভুল করেছি না ঠিক, সে বিষয়ে কোন উপসংহারে আসতে পারি না।’
এছাড়াও আজ ফতুল্লা টেস্টে দ্বিতীয় দিনের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল (আজ) ঠিক জায়গায় বল করবো এবং উইকেট নেয়ার জন্য সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। আমি এখনও মনে করি আগামীকাল (আজ) ভাল বোলিং করতে পারলে যে অবস্থায় আছে আমরা ম্যাচ জিততে পারি।’