মদনে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ধর্মীয় প্রতিনিধি ও মসজিদ কমিটির সমম্বয়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ মার্চ) সকালে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক লতিব মোল্লা। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী ডা. মানসুরা খান, সহকারী পরিচালক ডা. বাবুলচন্দ্র সরকার, উপ-পরিচালক মনিরুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. হারুন রশিদ, মডেল মসজিদ ঈমাম মাহবুব রহমান, মদন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোতাহার আলম চৌধুরী, পরিবার পরিকল্পনা পরির্দশিকা লাবনী আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর