মোদির প্রতিদ্বন্দ্বী কে এই অজয় রায়

লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যে কংগ্রেস তাদের চতুর্থ দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নরেন্দ্র মোদির বারানসি থেকে অজয় রায়কে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এ নিয়ে তৃতীয়বারের মতো বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অজয় রায়। এর আগে ২০১৪ এবং ২০১৯ সালেও মোদির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি।

অজয় রায় তার কর্মজীবন শুরু করেছেন হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ছাত্রজীবনে তিনি বিজেপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পাঁচবারের অজয় রায় তিনবারই (১৯৯৬, ২০০২, ২০০৭) বিধানসভায় বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন।

২০০৯ সালে লোকসভায় তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সেখানে বিজেপির নেতা মুরলি মনোহর যোশী টিকিট পেলে তিনি পদত্যাগ করেন। সেই সময় তিনি সমাজবাদী পার্টির (এসপি) হয়ে নির্বাচনে লড়াই করে হেরে যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর