নিজের স্বামী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এক বয়সী নারী।
তিনি জানতে পারেন, সেই পরকীয়া প্রেমিকাকে নিয়ে চেপে ছুটি কাটাতে চলেছেন স্বামী। ব্যস, এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন ওই নারী, যার জেরে ৬ মাসের হাজতবাসের ।
ঘটনা হলো, স্বামীকে ছুটি যাওয়া আটকাতে জেনেভা উড়ো ফোন করে বসেন নারী।
এটা জানার পরই বিমানবন্দরে নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়। তন্ন তন্ন করে সবদিক খোঁজা হয়। বিমানবন্দরে থাকা ১৩ হাজার যাত্রীকে আলাদা করে তল্লাশি চালানো হয়। বহু বিমানের যাত্রা উড়ো ফোনে বিলম্বিত হয়।
কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল তা খোঁজ করতে গিয়ে সেই নারীর বাড়ি পৌঁছে যায় পুলিশ। জেনেভা বিমানবন্দর থেকে তার বাড়ি এক ঘণ্টারও কম দূরত্বে।
এরপর ওই নারীকে গ্রেফতার করে আনা হয়। আদালতে তার আইনজীবী জানান, ২২ বছর হলো নারীর বিয়ে হয়েছে। স্বামী এখন পরকীয়ায় আসক্ত। তাই এ কাণ্ড ঘটিয়েছেন তার মক্কেল।
তাকে মাফ করা হোক। যদিও সে কথায় কর্ণপাত করেনি আদালত। ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। যার মধ্যে অন্তত তিন মাস হাজতবাস করতেই হবে।