ভারতের হরিয়ানায় নাফে সিং রাঠি নামে সাবেক এক সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজনৈতিক দল হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনডিএল) প্রেসিডেন্ট ছিলেন তিনি।
গতকাল রবিবার সন্ধ্যায় নাফে সিংকে বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে তিনি ছাড়াও প্রাণ হারান তার সঙ্গে থাকা আরও দুজন। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।
আইএনডিএল মিডিয়া সেলের প্রধান রাকেশ সিংয়ের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার হরিয়ানার ঝাঝর জেলায় নিজের এসইউভি করে ঘুরতে বেরিয়েছিলেন নাফে সিং রাঠি। সন্ধ্যার দিকে হঠাৎ একটি গাড়িতে করে সাবেক এই লোকসভা সদস্যের গাড়ির সামনে এসে দাঁড়ায় এক বন্দুকধারী। পর মূহুর্তেই বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যান তিনি। আহতদের দ্রুত নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জিবানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে পৌঁছানো মাত্রই মৃত্যু হয় নাফে সিং রাঠির। তিনি বাহাদুরগড়ের সংসদ সদস্য ছিলেন।
হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন নাফে সিং। দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।