নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ’র ছাত্রী লাকী আক্তারের (১৮) মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে সোমবার (১৯ ফেব্রুয়ারী-২০২৪) দুপুরে ছাত্র-ছাত্রীরা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলরত ছাত্র-ছাত্রীরা এক পর্যায়ে মদন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাতে বাদা দেয়।
খবর পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস সামনে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ ইমরান হাবিব ও কলেজ কর্তৃপক্ষসহ পুলিশ ফোর্স।
এ সময় ছাত্র-ছাত্রীরা রাস্তায় হ্যান্ডট্রলী বন্ধ ও মৃত্যুর ঘটনার ক্ষতিপূরণসহ কয়েক দফা দাবি তুল্লে, উপজেলা নির্বাহী অফিসার তাদের আশ্বস্ত করে বলেন, আপনাদের যুক্তি দাবিগুলো অবশ্যই পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। তারপর আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা মদন পল্লী বিদ্যুৎ অফিসের সামন থেকে চলে আসে।