সবকিছু বিস্তারিত বলতে হয় না, ইশারায় কাফি : সৈয়দ আশরাফ

পঁচাত্তরের ১৫ আগস্টের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ১৫ আগস্ট আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। এ ঘটনা দ্বিতীয়বার যেন না ঘটে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জঙ্গি-সন্ত্রাস,

গুপ্তহত্যা, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হেলাল মোর্শেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রমুখ।

সৈয়দ আশরাফ বলেন, সবকিছু বিস্তারিত বলতে হয় না। ইশারায় কাফি।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদকে সরকারের লেজুরবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন, আপনারা স্বাধীন ও স্বতন্ত্র। আপনারা কেন সরকারের লেজুরবৃত্তি করবেন। আমিও মুক্তিযোদ্ধা। আমি আমার ভাতা পাই না। আমার ভাতা কোথায় জমা হয় তাও জানি না।

সৈয়দ আশরাফ বলেন, যদি ভাতা পেতাম তাহলে অস্বচ্ছল, পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা ভাইদের দিতে পারতাম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর