সুন্দরী নববধূকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। আজ আটকে রাখার ৯দিন। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর গ্রামে।
ফিরোজ আহমেদের নববিবাহিতা স্ত্রী আরাফা হোসেন অন্বেষাকে (১৯) অস্ত্রের মুখে অপহরণ করে নয়দিন পরও উদ্ধার না হওয়ায় আজ রোববার নোয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন তার স্বামী।
এবিএম
সিদ্দিক নাসিম, মাসুদ, মামুনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
নববধূর স্বামী ফিরোজ আহমেদ ও তার পরিবার জানায়, গত ৭ মার্চ বেগমগঞ্জের জয়নারায়নপুর গ্রামের প্রবাসী মোজাম্মেল হোসেনের কন্যা আরাফা হোসেন অন্বেষার সাথে একই গ্রামের মৃত শাহজাহানের পুত্র ফিরোজ আহমেদের বিয়ে হয়।
বিয়ের পর স্বামী-স্ত্রী সুন্দরভাবে বসবাস করে আসছিল। ঈদের পরদিন গত ৮ জুলাই অন্বেষা তার মাকে দেখার জন্য বাবার বাড়িতে গেলে একই গ্রামের এবিএম সিদ্দিক নাসিমের নেতৃত্বে তিন বখাটে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর ৯দিন পার হলেও অন্বেষাকে উদ্ধার করা যায়নি।
এ অবস্থায় নববধূকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।