বর্তমান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও উপনেতা মতিয়া চৌধুরীসহ ১৯ জন নারী সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের। তাঁদের মধ্যে চারজন এমপি বাদ পড়েছেন। নতুন করে এবার আরও নয়জন মনোনয়ন পেয়েছেন। এতে মোট ২৪ জন নারী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
বাদ পড়াদের মধ্যে আছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান কবিতা এবং নোয়াখালী-৬ আসনের আয়েশা ফেরদাউস।
নতুন মনোনয়ন পাওয়া নারীরা হলেন আফরোজা বারী (গাইবান্ধা-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সংসদ সদস্য প্রয়াত গোলাম সবুর টুলুর স্ত্রী সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ (বরিশাল-৪), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), আওয়ামী লীগ নেতা প্রয়াত রহমত আলীর স্ত্রী রুমানা আলী (গাজীপুর-৩), কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪), সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২)।
নারী প্রার্থীরা
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী
গাইবান্ধা-১ আফরুজা বারী
গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
বগুড়া-১ সাহাদারা মান্নান
বরিশাল-৪ শাম্মী আহমেদ
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী
বরগুনা-২ সুলতানা নাদিরা
শেরপুর-২ মতিয়া চৌধুরী
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর
মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
ঢাকা-৪ সানজিদা খানম
গাজীপুর-৩ রুমানা আলী
গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)
গাজীপুর-৫ মেহের আফরোজ
কুমিল্লা-২ সেলিমা আহমাদ
চাঁদপুর-৩ ডা. দীপু মনি
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
কক্সবাজার-৪ শাহীন আক্তার