এবার গাজার আল-আহলি আরব হাসপাতাল অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের চারদিক ট্যাঙ্ক দিয়ে ঘিরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি রেডক্রিসেন্ট এক তথ্য জানিয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের চারদিক ট্যাঙ্ক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আহতদের উদ্ধার এবং তাদের চিকিৎসা করতে পারছে না হাসপাতালের চিকিৎসক দল।
গত মাসে আল-আহলি হাসপাতালে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৫০০ লোক নিহত হয়।
প্রসঙ্গত, বুধবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা দখল করে নেয় ইসরায়েলি সেনারা। হাসপাতালে ইসরায়েলি বন্দিদের রাখা হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।