হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীকে বলব যেকোনো পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে। আজ রোববার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প ও সার কারখানা উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। যদিও এখন এমন একটা সময়, আন্তর্জাতিক কারণেই সৃষ্টি। কিন্তু আমরা যেকোনো ধরনের, যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করি, তেমনই অগ্নিসন্ত্রাসী, মনুষ্যসৃষ্ট দুর্যোগ নিশ্চয়ই অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশবাসীকে বলব, যেকোনো পরিস্থিতি, অবস্থা সাহসিকতার সাথে মোকাবিলা করার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, ‘আরেকটি অনুরোধ সবাইকে করেছি, করব, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। খাদ্যের জন্য যেন কারো কাছে কখনো হাত পাততে না হয়। এটাই আমি সকলকে অনুরোধ করি।
অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘যা কিছু উন্নয়ন করেছি জনগণের স্বার্থে, জনগণের উন্নয়নে, জনগণের মঙ্গলের জন্যই করেছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন যেন তারা পায় সে লক্ষ্য নিয়েই কাজ করেছি।’