নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমানের বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম আরিফ এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অফির্সাস ক্লাবের আয়োজনে, নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায় “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”। আপনি যেখানে থাকবেন সর্বদায় আল্লাহ আপনাকে সহায়তা করুন এ কামনা করি। তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন ও মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাহবুব রহমান সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, আই সিটি কর্মকর্তা তারেক মাসুদ খান, মদন প্রেস ক্লাব সভাপতি আল-মাহবোব আলম (আল-আমিন), সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, ফয়েজ আহমদ হৃদয় ও নিজাম তালুকদার।