হাওর বার্তা ডেস্কঃ কাজাখস্তানে একটি খনিতে আগুন লেগে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।
লুক্সেমবার্গ ভিত্তিক ইস্পাত প্রস্তুতকারকের স্থানীয় ইউনিট অপারেটর আর্সেলর মিত্তাল তেমিরতাউ জানিয়েছে, মিথেন বিস্ফোরণ বলে মনে হওয়ার পরে কোস্টেনকো খনিতে ২৫২ জনের মধ্যে ২০৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিকাল ৪টা পর্যন্ত কোস্টেনকো খনিতে ৩২ জনের মৃতদেহ পাওয়া গেছে। ১৪ জন খনি শ্রমিকের সন্ধান এখনও চলছে।’
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ আর্সেলর মিত্তাল গ্রুপকে ‘আমাদের ইতিহাসে সবচেয়ে খারাপ’ কোম্পানি বলে অভিহিত করেছেন এবং তার সরকারকে কোম্পানির কাজাখ শাখার নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দিয়েছেন।
আর্সেলর মিত্তালের কাজাখস্তানে মারাত্মক বিপর্যয়ের ইতিহাস রয়েছে। এর বিরুদ্ধে নিয়মিতভাবে নিরাপত্তা ও পরিবেশগত বিধিবিধান মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।