ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়।
রবিবার ভোর রাতে মিঠামইন থানার ওসি আহসান হাবিব পুলিশের একটি চৌকস টিম নিয়ে উপজেলার ঢাকী ইউনিয়নের পাথারকান্দি সাকিনস্থ বৌলাই নদীতে বিশেষ অভিযান পরিচালনা ডাকাতদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামের (১) মৃত রইছ উদ্দিনের ছেলে জামাল হোসেন(৩৫) ২। মৃত সিরাজ মুন্সির ছেলে আজগর আলী(৪৮) ৩। মৃত নান্নু মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫)। এসময় ডাকাত দলের কাছ থেকে ডাকাতির কার্যে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি রাম দা, একটি ছুরি, একটি চাপাতি, একটি কাটিং সিজার, একটি লোহার পাইপ, একটি মার্তুল, দুইটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। মিঠামইন থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মিঠামইন থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি,খুন ও ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে।
ধৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে মিঠামইন থানার মামলা নং -০২ ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।