ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিচারপতি আজাদকে সতর্ক করলেন প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি মামলার জামিন শুনানির সময় ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (১০ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ওই বিচারপতিকে প্রধান বিচারপতির খাস কামরায় ডেকে সতর্ক করা হয়। এসময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, খাস কামরায় আসার পর বিচারপতি ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি।

আদালত সূত্রে জানা গেছে, সংবিধান অনুসারে আগামী ১৫ অক্টোবর ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরের যাবেন বিচারপতি মো. এমদাদুল হক আজাদ। তাকে ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে অবসরের মাত্র পাঁচ দিন আগে এমন মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

এদিকে হাইকোর্টের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন মন্তব্যকে ‘অসাংবিধানিক ও অসৌজন্যমূলক’ এবং এতে তার ‘শপথ ভঙ্গ হয়েছে’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে সকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন শুনানিতে হাইকোর্ট বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’। বিচারপতি মো. এমদাদুল হক আজাদের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

শুনানির শুরুতে দুজনের জামিনের বিষয়টি আদালতকে জানান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম আদালতকে বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন?

আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবারও জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, তাহলে তাদের দুই বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না?

আদালত তার বক্তব্যের এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আরও বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের করা আপিল শুনানির জন্য গ্রহণের আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জরিমানা স্থগিত করে জামিন মঞ্জুর করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিচারপতি আজাদকে সতর্ক করলেন প্রধান বিচারপতি

আপডেট টাইম : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ একটি মামলার জামিন শুনানির সময় ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (১০ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ওই বিচারপতিকে প্রধান বিচারপতির খাস কামরায় ডেকে সতর্ক করা হয়। এসময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, খাস কামরায় আসার পর বিচারপতি ইমদাদুল হক আজাদকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আদালতে বিচারকাজের সময় মন্তব্য করার ব্যাপারে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি।

আদালত সূত্রে জানা গেছে, সংবিধান অনুসারে আগামী ১৫ অক্টোবর ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরের যাবেন বিচারপতি মো. এমদাদুল হক আজাদ। তাকে ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে অবসরের মাত্র পাঁচ দিন আগে এমন মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

এদিকে হাইকোর্টের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন মন্তব্যকে ‘অসাংবিধানিক ও অসৌজন্যমূলক’ এবং এতে তার ‘শপথ ভঙ্গ হয়েছে’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে সকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন শুনানিতে হাইকোর্ট বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’। বিচারপতি মো. এমদাদুল হক আজাদের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

শুনানির শুরুতে দুজনের জামিনের বিষয়টি আদালতকে জানান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম আদালতকে বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন?

আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবারও জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, তাহলে তাদের দুই বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না?

আদালত তার বক্তব্যের এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে আরও বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের করা আপিল শুনানির জন্য গ্রহণের আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জরিমানা স্থগিত করে জামিন মঞ্জুর করেন আদালত।