নতুন শিক্ষাক্রম ২০২৭ সালের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রথম, দ্বিতীয় বা পাস ফেল নয়, পারদর্শিতা দিয়েই শিশুদের মেধা বিচার হবে বলেও জানান তিনি।
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। নতুন শিক্ষাক্রমে হাতে কলমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান দীপু মনি।
তিনি বলেন, এর ফলে ধীরে ধীরে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে এই পাঠ্য ক্রমের মাধ্যমে। খেলার মধ্যে শিক্ষা- এটাই ছিল এই কার্নিভালের মূল উদ্দেশ্য।
পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি, ক্রফটিং, বর্জ্য দিয়ে নতুন কিছু তৈরি এই কার্নিভালে শেখানো হয়েছে। ৪ দিনব্যাপী চলা এই কার্নিভালে দেশের ৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিনসহ শিক্ষার্থীরা। এসময়, এই কার্নিভালে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।