ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে পাবনা-ঢাকা ট্রেন চালু হলো না কেন, জানালেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৭ বার

চলতি সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে তা কেন চালু হলো না সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘সরকার তো প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এসে অনেক প্রতিশ্রুতি দেয়, পাঁচ বছরের মধ্যে কি সেই সব প্রতিশ্রুতি পালন করতে পারে? কিছু পারে, কিছু পারে না। তাই আমি যে পাবনা-ঢাকা ট্রেন চলাচল সেপ্টেম্বরে উদ্বোধন বলে দিলাম মানে যে সেপ্টেম্বরেই হয়ে গেল, এটা ভাবার সুযোগ নেই। সবকিছুরই তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এটা হয় না। কোনো সময় হয়ে যায়, কোনো সময় হয় না।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ১৬ মে প্রথম পাবনা সফরে এসে এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় সেপ্টেম্বরে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘সেদিন প্রথমবার পাবনায় এসে তাড়াহুড়ো করে তো বলেছিলাম, সেপ্টেম্বরেই পাবনা থেকে ঢাকা ট্রেন চলবে। কিন্তু ট্রেন চালু হলো না কেন, তার পেছনে প্রেক্ষাপট রয়েছে। এখানেও অনেকেই প্রশ্ন করছে, ‘সেপ্টেম্বর মাস তো আইসে গেল, কাম তো কিছু দেহি না।’ অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে। আমি তো এদিকে লেগে আছি।’

রাষ্ট্রপতি বলেন, ‘ট্রেন চালুর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গিয়েছে। প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, পাবনা থেকে ঢাকা ট্রেন চললে সরকারের বা রেল বিভাগের কী লাভ আছে, এটা একটু যাচাই করা দরকার।’

তিনি বলেন, ‘এটা সরকারপ্রধান যাচাই করতে বলতেই পারেন। তিনি সন্তুষ্ট হতে চান। তিনি রেল কর্তৃপক্ষকে সার্বিক বিষয় বিবেচনা করতে বলেছেন। রেল কর্তৃপক্ষও সেগুলো নিয়ে কাজ করছে। তাই আপাতত ট্রেন চালু না হলেও নিরাশ হওয়ার কিছু নেই। এখন এই পর্যায়ে আছে। কেউ এটা নিয়ে সমালোচনা করতেও পারে, না-ও করতে পারে। আমি যতটুকু করার, আল্লাহর মর্জি ততটুকু করছি।’

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনের সফরে গতকাল বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আজ বিকেল ৪টায় সাঁথিয়া উপজেলার ইছামতী নদীতে নৌকাবাইচ দেখবেন ও পুরস্কার বিতরণ করবেন। এরপর আগামীকাল শুক্রবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সেপ্টেম্বরে পাবনা-ঢাকা ট্রেন চালু হলো না কেন, জানালেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৭:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চলতি সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে তা কেন চালু হলো না সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘সরকার তো প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এসে অনেক প্রতিশ্রুতি দেয়, পাঁচ বছরের মধ্যে কি সেই সব প্রতিশ্রুতি পালন করতে পারে? কিছু পারে, কিছু পারে না। তাই আমি যে পাবনা-ঢাকা ট্রেন চলাচল সেপ্টেম্বরে উদ্বোধন বলে দিলাম মানে যে সেপ্টেম্বরেই হয়ে গেল, এটা ভাবার সুযোগ নেই। সবকিছুরই তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এটা হয় না। কোনো সময় হয়ে যায়, কোনো সময় হয় না।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ১৬ মে প্রথম পাবনা সফরে এসে এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় সেপ্টেম্বরে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘সেদিন প্রথমবার পাবনায় এসে তাড়াহুড়ো করে তো বলেছিলাম, সেপ্টেম্বরেই পাবনা থেকে ঢাকা ট্রেন চলবে। কিন্তু ট্রেন চালু হলো না কেন, তার পেছনে প্রেক্ষাপট রয়েছে। এখানেও অনেকেই প্রশ্ন করছে, ‘সেপ্টেম্বর মাস তো আইসে গেল, কাম তো কিছু দেহি না।’ অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে। আমি তো এদিকে লেগে আছি।’

রাষ্ট্রপতি বলেন, ‘ট্রেন চালুর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গিয়েছে। প্রধানমন্ত্রী মত দিয়েছেন যে, পাবনা থেকে ঢাকা ট্রেন চললে সরকারের বা রেল বিভাগের কী লাভ আছে, এটা একটু যাচাই করা দরকার।’

তিনি বলেন, ‘এটা সরকারপ্রধান যাচাই করতে বলতেই পারেন। তিনি সন্তুষ্ট হতে চান। তিনি রেল কর্তৃপক্ষকে সার্বিক বিষয় বিবেচনা করতে বলেছেন। রেল কর্তৃপক্ষও সেগুলো নিয়ে কাজ করছে। তাই আপাতত ট্রেন চালু না হলেও নিরাশ হওয়ার কিছু নেই। এখন এই পর্যায়ে আছে। কেউ এটা নিয়ে সমালোচনা করতেও পারে, না-ও করতে পারে। আমি যতটুকু করার, আল্লাহর মর্জি ততটুকু করছি।’

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনের সফরে গতকাল বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আজ বিকেল ৪টায় সাঁথিয়া উপজেলার ইছামতী নদীতে নৌকাবাইচ দেখবেন ও পুরস্কার বিতরণ করবেন। এরপর আগামীকাল শুক্রবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।