স্থানীয় প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুুয়ায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে মস্তুরা আক্তার (৬০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু। নিহত মস্তুরা আক্তার উপজেলার পাঁচহার বড় বাড়ি পশ্চিম পাড়া গ্রামের নুরুদ্দিনের স্ত্রী। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নিহতের বাড়ির পেছনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতের পরিবারের সাথে জমি নিয়ে প্রতিবেশি আঙ্গুর ও লিটন গংদের সাথে নিহতের পরিবারের বিরোধ চলে আসছিল। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঐ বিরোধ পূর্ণ জমির সীমানায় থাকা গাছের সাথে নিহতের ছেলে গরু বাঁধতে গেলে, প্রতিপক্ষ আঙ্গুর গংদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে শুরু হয়।
ছেলেকে বাঁচতে মস্তুরা আক্তার আঙ্গু গংদের সামনে গেলে আঙ্গুর গং তাকে কিলঘুষিতে আহত করে। পরে তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মস্তুরাকে মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ব্যাপার মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।