জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে পুকুরে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৩২ কেজি পোনা অবমুক্ত করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতির সচিবরা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।