বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।
গতকাল সোমবার সকালে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের সাথে এক মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এ সরকারের আমলে যত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা দিয়েছে বিগত দিনে কোনো সরকার দিতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।
অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান। উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড.মোঃ শাহিন মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী প্রমূখ।
শেখ হাসিনার সরকার ১৪ বছরে যত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা দিয়েছে বিগত দিনে কোনো সরকার দিতে পারেনি। তিনি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করছেন। শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব, সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আর সবার অংশগ্রহণে বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।