পঞ্চগড়ের বোদায় কাচাঁ মরিচের কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল শনিবার হাট বারে বোদা বাজারসহ স্থানীয় হাট বাজারগুলোতে ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করতে দেখা গেছে। স্থানীয় মরিচ চাষীরা বাজারে পাইকারী ৭০ হতে ৮০ টাকা দরে কাচাঁ মরিচ বিক্রি করেছেন বলে মরিচ চাষীরা জানিয়েছেন।
উপজেলার স্থানীয় হাট বাজারগুলো ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই অঞ্চলে বর্তমানে কাচাঁ মরিচের সংকট নেই। বর্ষা মৌসুমে মরিচ ক্ষেতগুলো নষ্ট হলে কাচাঁ মরিচের সংকট দেখা দিতে পার্ েতখন দেশের যে কোন জেলা হতে মরিচ আমদানি করতে হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় কাচাঁ মরিচের কেজি ৬০০ টাকা হতে ৮০০ টাকা দরে বিক্রি হলেও বোদা বাজারে এই কোন প্রভাব পরেনি। এ উপজেলার খুচরা ব্যবসায়ীরা ৩০ টাকা পোয়া দরে মরিচ বিক্রি করছে। ৩০ টাকা পোয়া হলে ১ কেজির দাম হয় ১২০ টাকা। তবে এক কেজি এক সাথে নিলে ১০০ টাকায় পাওয়া যায়।